ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এবার নিরাপত্তা কর্মীর গলার ওপর দিয়ে গেল ট্রাক

প্রকাশিত: ০৪:২৭, ১৯ মে ২০১৮

চট্টগ্রামে এবার নিরাপত্তা কর্মীর গলার ওপর দিয়ে গেল  ট্রাক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ট্রাক চাপায় এক নিরাপত্তা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জয়নাল আবেদিন (৫০) বেসরকারী জননী সিকিউরিটিজের কর্মী ছিলেন। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিইসি মোড় এলাকায় সাদিয়া’স কিচেন নামের একটি রেস্তরাঁর সামনে একটি ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় জয়নালের। জননী সিকিউরিটিজের এই নিরাপত্তা কর্মী কাজ করতেন আখতারুজ্জামান ফ্লাইওভার নির্মাণে চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্সে। এই নিরাপত্তা কর্মীর গলার উপর দিয়ে ট্রাকের চাপা চলে গেলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রূপগঞ্জে সাবেক ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে শরিফুল ইসলাম ভূঁইয়া (৪২) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চনপাড়া-কালিগঞ্জ সড়কের পিতলগঞ্জ এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত শরিফুল ইসলাম ভূঁইয়া উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে পূর্বগ্রাম এলাকার জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাতে পূর্বগ্রাম এলাকা থেকে মোটরসাইকেলে ৩০০ ফুট সড়কের দিকে যাচ্ছিলেন শরিফুল ইসলাম ভূঁইয়া। পিতলগঞ্জ এলাকায় পৌঁছামাত্র সড়কে উঁচু করে থাকা ড্রেজারের পাইপের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে মাথা প্রচ- আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। বরিশালে পথচারী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও ১২ জন আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত গোপাল মাঝি (৫৫) বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরলাল মাঝির পুত্র। শুক্রবার সকালে ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি থ্রি-হুইলার গোপাল মাঝিকে চাপা দেয়। এ সময় থ্রি-হুইলারে থাকা দুই যাত্রী আহত হয়। আহত তিনজনকে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা গোপাল মাঝিকে মৃত বলে ঘোষণা করেন।
×