ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভিসির বাসভবনে হামলা

চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জুন

প্রকাশিত: ০৭:০৬, ১৮ মে ২০১৮

চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জুন

স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৫ জুন করেছে আদালত। বৃহস্পতিবার মামলার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তদন্ত কর্মকর্তাকে এ দিন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ১০ এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে দায়ের করেছেন অপর তিনটি মামলা। তবে মামলাগুলোতে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি। চার মামলায় এখন পর্যন্ত রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বি নামে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। উল্লেখ্য, ৮ এপ্রিল রাত ১টার দিকে হাজারেরও বেশি মানুষ রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ হাতে ভিসির ভবনের মূল গেট ভেঙে ও দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। এ সময় তারা ভবনে থাকা একাধিক যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি বাড়ির দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক লুটপাট চালায়।
×