ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় অনলাইন পত্রিকার কর্মকর্তাসহ নিহত ২

প্রকাশিত: ০৭:০৬, ১৮ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় অনলাইন পত্রিকার কর্মকর্তাসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় একটি অনলাইন পত্রিকার কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছে। সংশ্লিষ্টসূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে মোঃ নাজিম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ট্রিবিউন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ। নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন। প্রত্যক্ষদর্শী রাসেল নামে পথচারী জানান, সকাল পৌনে ১০টার দিকে নাজিম উদ্দিন শনির আখড়া থেকে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। তিনি হানিফ ফ্লাইওভারে উঠলে একটি বাস তার মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেল আরও জানান, বাসটির পেছনে ছিলাম আমি। দেখছিলাম মোটরসাইকেলটিকে ওভারটেক করার জন্য ওই বাসটি বেপরোয়া গতিতে এলোমেলোভাবে চলছিল। শেষমেষ তাকে ধাক্কা দিয়ে টেনে চলে যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় মনজিল পরিবহনের একটি পরিবহন বাস আটক করেছে পুলিশ। দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×