ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ১৪ মাদকসেবী ও পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৬:২৪, ১৮ মে ২০১৮

রাজধানীতে ১৪ মাদকসেবী ও পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব এবং আর্মড পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে ১৪ মাদকসেবী ও পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজন মাদক বিক্রেতাকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। বুধবার র‌্যাব-১০ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ মাদকসেবীকে আটক করে। তাদের মধ্যে ৯ জনকে ৬ মাসের কারাদন্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাস করাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে বুধবার এপিবিএন-৫ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শ্যামলীতে অবস্থিত ডিজনী ডাইন রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫০ হাজার, কাবাব জংশন লিমিটেডের ম্যানেজারকে ১০ হাজার, নবাবী ভোজের ম্যানেজারকে ৩৫ হাজার, সলিউশন লাউঞ্জের ম্যানেজারকে ২৫ হাজার ও চিলিস রেস্টুরেন্টের ম্যানেজারকে ৩০ হাজার মোট দেড় লাখ টাকা জরিমানা করে।
×