ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী অভিযান শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ মে ২০১৮

মাদকবিরোধী অভিযান শুরু আজ

শংকর কুমার দে ॥ সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে রমজান মাসকে সামনে রেখে একযোগে শুরু হচ্ছে মাদকবিরোধী বিশেষ অভিযান। সারাদেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি ও মহানগর কমিশনারদের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দফতর। দেশের ২ শতাধিক মাদক ব্যবসায়ী গডফাদার, শতাধিক রাজনৈতিক নেতা, প্রায় অর্ধশত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের তালিকা ধরে শুরু করা হচ্ছে মাদকবিরোধী অভিযান। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে মাদক চোরাচালানী, ব্যবসায়ী, মাদক সরবরাহকারী, মাদকসেবীসহ মাদক সংক্রান্ত বিষয়ে তালিকা। মাদক ব্যবসায়ীদের এই তালিকা ধরেই দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ মাদক আমদানির জন্য প্রতি বছর ১০ হাজার কোটি টাকারও বেশি দেশী মুদ্রা পাচার হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। জঙ্গী দমনে আকাশচুম্বি সাফল্যের পর এবার মাদকের বিরুদ্ধে অনুরূপ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে।
×