ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপীলেও খালেদার জামিন, তবে মুক্তি মিলছে না

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মে ২০১৮

আপীলেও খালেদার জামিন, তবে মুক্তি মিলছে না

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। তবে জামিন হলেও খালেদা জিয়ার কারামুক্তি এখনই হচ্ছে না। বুধবার সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপীল দুটি খারিজ করে এই রায় দেন আদালত। একইসঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার পাঁচ বছরের সাজার বিরুদ্ধে করা আপীল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চ। বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন বিচারপতি ঈমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মীর্জা হোসাইন হায়দার। সুপ্রীমকোর্টে জামিন পেলেও এখনই বেগম জিয়ার মুক্তি মিলছে না। মুক্তির জন্য তাকে আরও কয়েকটি আইনী ধাপ পেরোতে হবে। নি¤œ আদালতে ৩৮ মামলা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। এর মধ্যে কুমিল্লার তিনটি মামলা, ঢাকার দুটি, নড়াইলের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছয়টি মামলায় খাালেদা জিয়াকে জামিন নিতে হবে। অন্যদিকে সুপ্রীমকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন দিলেও আগামী ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার পাঁচ বছরের সাজার বিরুদ্ধে করা আপীল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন। এদিকে আপীল বিভাগের আদেশের পর রাষ্ট্রপক্ষ ও দুদক হাইকোর্টে আপীল শুনানির জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে মামলার আপীলের পেপারবুকও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে কারাবন্দী খালেদা জিয়ার দ্রুত মুক্তির জন্য জামিননামা (বেল বন্ড) দাখিল করতে আপীল বিভাগের রায়ের সংক্ষিপ্ত আদেশ চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এটা কেমন কথা! দলবল নিয়ে এলেই কি আমরা আদেশ দিয়ে দিব? দলবল দেখে আমরা আদেশ দিই না। আরও ৬ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সর্বোচ্চ আদালত জামিন দিলেও এখনই কারামুক্তি পাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ মামলায় জামিনে মুক্ত হতে বাধা না থাকলেও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও বেশকিছু মামলা থাকায় সহসাই মুক্তি পাচ্ছেন না তিনি। খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তাদের আইনজীবীরা জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সর্বমোট মামলার সংখ্যা প্রায় ৩৮টি। এর মধ্যে কুমিল্লার তিনটি মামলা, ঢাকার দুটি, নড়াইলের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছয়টি মামলায় খাালেদা জিয়াকে জামিন নিতে হবে। এর মধ্যে ঢাকায় দুটি, কুমিল্লায় তিনটি ও নড়াইলে একটি মামলা রয়েছে। ঢাকার দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষ দ্রুত আপীলের শুনানির ব্যবস্থা করবে ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হাইকোর্টে বিচারাধীন খালেদা জিয়ার আপীল শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত নেয়া হবে। বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এখনই মুক্তিতে বাধা রয়েছে ॥ খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘কিছুটা বাধা আছে। কারণ সরকার নানা কৌশলে চেষ্টা করবে তার মুক্তিটা বিলম্বিত করার জন্য। এ কারণেই নিচের আদালতের কতগুলো মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। সে মামলাগুলোতে তার জন্য আমাদের জামিন নিতে হবে। সেই জামিন নিতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা খুব দ্রুত চেষ্টা করছি। আপীল বিভাগ যেহেতু তার জামিন বহাল রেখে দিয়েছেন, এখন নিম্ন আদালতে জামিন পেতে আর খুব বেশি অসুবিধা হবে না। সুতরাং খুব শীঘ্র আমরা চেষ্টা করব ওই মামলাগুলোতে ওনার (খালেদা জিয়া) জামিন নিতে। কারণ আমাদের তো একটা আইনী প্রক্রিয়ার মাধ্যমেএগুলো সম্পন্ন করতে হবে। সুতরাং সেই জামিনগুলো পাওয়ার পর খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন এবং খুব শীঘ্র ফিরে আসবেন। রায়ের সংক্ষিপ্ত আদেশ আবেদন প্রত্যাখ্যান ॥ কারাবন্দী খালেদা জিয়ার দ্রুত মুক্তির জন্য জামিননামা (বেল বন্ড) দাখিল করতে আপীল বিভাগের রায়ের সংক্ষিপ্ত আদেশ চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতি আপীল বেঞ্চ বলেছে, আইনে আপীল বিভাগ থেকে এমন কোন প্রক্রিয়ার সুযোগ নেই। তবে আদালত জামিনের রায় দ্রুত প্রকাশ করা হবে বলে খালেদা জিয়ার আইনজীবীকে আশ্বস্ত করেছে। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-িত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপীল খারিজ করে বুধবার সকালে রায় দেয় সর্বোচ্চ আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন বহাল থাকে।
×