ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাটি খুঁড়লেই তেল

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ মে ২০১৮

মাটি খুঁড়লেই তেল

ভারতের জয়পুরে সলদা গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামে মাটির ভেতর থেকে চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসছে তেল। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবে হতবাক হয়ে যান শ্রমিকরা। মঙ্গলবার ১০০ দিনের কাজ চলছিল গোকুলনগর গ্রামে। সেই সময় দেখা যায় মাটির ভেতর থেকে চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসছে তেল। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর দেয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে আসেন দমকল বিভাগের কর্মীরা। জিওলজিক্যাল সার্ভের নজরেও আনা হয়েছে বিষয়টি। আপাতত ওই এলাকায় বন্ধ রাখা হয়েছে মাটি খোড়ার কাজ। কীভাবে মাটি থেকে তেল বেরিয়ে আসছে তা এখনও পরিষ্কার নয়। ডিজেল কিংবা কেরোসিন, মোবিল তেল বলে দাবি করা হলেও, আদতে সেটা কী তেল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি নবপদ রুইদাস জানান, ‘পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ওই এলাকায় এখন কাজ বন্ধ রাখা হয়েছে।’ -ওয়েবসাইট
×