ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৩৫, ১৫ মে ২০১৮

খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না ॥ ফখরুল

অর্থনৈতিক রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারাগারে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আজ স্বজনরা তার সঙ্গে দেখা করতে গেছেন। তারা এসে বলেছেন, খালেদা জিয়ার বাম হাত ও বাম পায়ে আগে যে ব্যথা ছিল, তা আরও বেড়েছে। প্রায় অবশ হয়ে যাচ্ছে। সোমবার রাতে গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেখা করেছে। তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিন্তু তিনি কোন কর্ণপাত করছেন না। কোন্ হীনম্মন্যতার কারণে তার চিকিৎসা দিচ্ছে না, আমরা জানি না। খালেদা জিয়া কারাগারে সুচিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তাকে আমরা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি করছি। আমরা আবারও বলছি, তাকে ওই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন। এ সময় দলের ভাইস চেয়ারম্যান চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আজ (সোমবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা করে আমাকে ম্যাডামের স্বাস্থ্যের কথা জানিয়েছেন। ম্যাডাম গত ৭ দিন ধরে জ্বরে আক্রান্ত। প্রতিদিন রাতে জ্বর আসছে। কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ডান চোখ অনেক লাল হয়ে গেছে, ফুলে গেছে। তিনি বলেন, ঘাড়ের ব্যথা বাম হাতের তালু পর্যন্ত নেমে এসেছে। হাত দিয়ে শক্ত কিছু ধরলে ঝিন ঝিন করে। কোমরের পেইন পায়ে নেমে এসেছে। কারও হেল্প ছাড়া তার ব্যক্তিগত কর্মকা- সম্ভব নয়। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দুজন ব্যক্তিগত চিকিৎসক সিরাজুল উদ্দিন আহমেদ ও আব্দুল কুদ্দুস বক্তব্য দেন। তারা চেয়ারপার্সনের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এ সময় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
×