ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ মে ২০১৮

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে গ্রেফতারকৃত ২ আসামি নিহত হয়েছে। নিহতরা হচ্ছে ছিনতাইকারী চক্রের নেতা সিরাজুল ও আলোচিত কাশেম হত্যা মামলার আসামি আলমগীর। সিরাজুল কোতোয়ালি মডেল থানা পুলিশের সঙ্গে ও আলমগীর গোয়েন্দা পুলিশের সঙ্গে শনিবার ভোররাতে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ সময় আহত হয় গোয়েন্দা পুলিশের এএসআই আতিক, রজব ও নাজমুল নামে ৩ সদস্য। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ময়মনসিংহ কোতোয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, জিলা স্কুল শিক্ষক মোবারক মোর্শেদ মিল্কীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রধান আসামি ছিনতাইকারী চক্রের দলনেতা সিরাজুল ইসলামকে গ্রেফতারের পর তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ শনিবার ভোররাতে নগরীর সানকিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে সিরাজুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালালে এ সময় নিহত হয় সিরাজুল। ময়মনসিংহ জিলা স্কুলের গণিত শিক্ষক মোবারক মোর্শেদ মিল্কী গত বৃহস্পতিবার রাতে স্থানীয় টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দেখা শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এদিকে ময়মনসিংহ সদরের চরভবানীপুর এলাকায় ব্যবসায়ী কাশেম হত্যা মামলার আসামি আলমগীরকে বৃস্পতিবার রাতে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে আলমগীরকে সঙ্গে নিয়ে সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ শনিবার ভোররাতে শহরতলীর জয়বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীরকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় আলমগীরের সহযোগীরা। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় আলমগীর।
×