ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ৭৬ কেজি গাঁজাসহ মাইক্রো জব্দ

প্রকাশিত: ০৫:১৯, ১৩ মে ২০১৮

গজারিয়ায় ৭৬ কেজি  গাঁজাসহ মাইক্রো  জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। গজারিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্লেখিত এলাকা থেকে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি গাঁজা পাওয়া গেলে গাড়িটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটির চালক ও যাত্রীরা সটকে পড়ে। নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাটের কড়ইতলায় এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই কারটি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পুলিশ জানান, কড়ইতলা এলাকায় পুলিশের চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় বাঞ্ছারামপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার উক্ত স্থানে রেখে চালক ও অন্যরা সটকে পড়ে। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৩ লাখ টাকা হবে। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুলিশের অভিযানে সত্তর কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর দামকুড়া থানার বৃন্দারামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আফসার, রাজশাহীর গোদাগাড়ী থানার বাইতেল আতিক ও দামকুড়া থানার জয়া। পুলিশ জানায়, রাত্রিকালীন টহল চলাকালে বৃন্দারামপুর এলাকা হতে ৭০ কেজি গাঁজাসহ তাদের আটক করে।
×