ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেইমারকে নিয়ে টানাটানি!

প্রকাশিত: ০৬:০৯, ১২ মে ২০১৮

নেইমারকে নিয়ে টানাটানি!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা ছেড়ে আচমকাই ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন নেইমার। বিশ্বরেকর্ড গড়ে আলোচিত দলবদল করার পর থেকেই ব্রাজিলয়ান তারকার অন্য কোথাও যাওয়ার গুঞ্জন আছে। শুরু থেকেই শোনা যাচ্ছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যেতে পারেন নেইমার। এক মৌসুম পিএসজিতে কাটিয়ে দেয়ার পর গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে। সম্প্রতি নেইমারের বাবা বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাবির সঙ্গে ফ্রান্সে দেখা করার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। কিছুদিন আগেই ব্রাজিল থেকে আবারও পিএসজিতে ফিরেছেন নেইমার। তখন সবাই ভেবেছিল হয়তো আগামী মৌসুমে পিএসজিতেই থাকছেন ব্রাজিলিয়ান তারকা। তবে তার কিছুদিন পরই স্প্যানিশ সংবাদ মাধ্যম জানায় ইংল্যান্ড কিংবা জার্মান নয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোসদের সঙ্গে খেলতে আগ্রহী নেইমার। সময়ের অন্যতম সেরা তারকাকে দলে নিতে অনেক আগে থেকেই আগ্রহী রিয়াল। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ, রোনাল্ডোসহ সিনিয়র ফুটবলাররাও নেইমারের ব্যাপারে ইতিবাচক। ফরাসী সংবাদ মাধ্যম বলতে শুরু করেছে নেইমার রিয়ালেই যাচ্ছেন। বিষয়টি নাকি পিএসজির ফুটবলাররাও জানেন। ফ্রান্সের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, নেইমারকে তার বাবা আবারও দলবদলের বাজারে ফেরানোর চেষ্টা করছেন। এ জন্য তিনি সুপার এজেন্ট পিনি জাহাবির সঙ্গে কয়েক সপ্তাহ আগে প্যারিসে দেখা করেন। বার্সিলোনা থেকে নেইমারের পিএসজি যাওয়ায় বেশ ভাল ভূমিকা রেখেছিলেন এই ইসরাইলী সুপার এজেন্ট। নেইমারের ঘনিষ্ঠ এক সূত্র ফরাসী এক সংবাদ মাদ্যমকে জানিয়েছেন, জাহাবি ও নেইমারের বাবার মধ্যে বৈঠকের বিষয়বস্তু ছিল দলবদল। সেই সূত্র জানাচ্ছে, ইউরোপের সবচেয়ে বড় ক্লাবটিতে যাওয়ার ব্যবস্থা করতে বলেছেন তিনি (নেইমারের বাবা)। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মনে করছে, বেতন বাড়াতে পিএসজির ওপর চাপ সৃষ্টি করতেই এই বৈঠকের খবরটা চাউর করা হয়েছে। এটা একটা কৌশল। ফরাসী গণমাধ্যমের মতে, নেইমার ইংল্যান্ডে যেতে চান না। বার্সাতেও ফিরতে পারবেন না। এছাড়া বেয়ার্ন মিউনিখ তো তার ব্যাপারে কখনই সেভাবে আগ্রহ প্রকাশ করেনি। তাই নেইমারের বাবা যে ‘ইউরোপের সবচেয়ে বড় ক্লাব’ বলতে রিয়ালকেই বুঝিয়েছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। এদিকে নেইমার প্যারিস ছাড়তে চান কি না, এ ব্যাপারে পিএসজি পরিষ্কার করে কিছুই বলেনি। নেইমারকে যে তারা বিক্রি করতে চায় না সেটা আগেই জানিয়ে দিয়েছে। প্যারিসের পরাশক্তিরা নাকি এখন কোন ক্লাবের প্রস্তাবেই সাড়া দেবে না। বলা হচ্ছে, নেইমারের নির্দিষ্ট কোন দাম নেই। কারণ সে দলবদলের বাজারেই নেই। তাকে নিয়ে ক্লাবের (পিএসজি) সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা শূন্য। নেইমার এখন প্যারিসেই আছেন। পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবে ফরাসী কাপের ফাইনালে পিএসজি সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উৎসব করেছেন। এ প্রসঙ্গে ফরাসী এক সংবাদ মাধ্যম জানিয়েছে, নৈশভোজে নেইমার নাকি তার ক্লাব সতীর্থদের কাছে রিয়ালে যাওয়ার ইচ্ছাটা জানিয়েছেন। গত বুধবার এই নৈশভোজের আয়োজন করেছিলেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়োগা সিলভা। উল্লেখ্য, প্যারিসে একটি হোটেল আছে যেখানে নিয়মিত আড্ডায় মাতেন পিএসজির দক্ষিণ আমেরিকার খেলোয়াড়রা। সেখানে আয়োজিত নৈশভোজে থিয়াগো সিলভার নিমন্ত্রণে গিয়েছিলেন জ্যাভিয়ের পাস্টোরে, মার্কুইনহোস, থিয়াগো মোট্টাসহ আরও কয়েকজন খেলোয়াড়। এদের কাছেই নাকি নেইমার রিয়ালের যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
×