ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গাছ চাপায় মৃত্যু

প্রকাশিত: ০৫:২১, ১২ মে ২০১৮

রাজধানীতে গাছ চাপায় মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমণ্ডি লেকের একটি গাছের নিচে চাপা পড়ে মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক সরকারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক ছিলেন। ধানমণ্ডির ৭ নম্বর রোডে তিনি সপরিবারে থাকতেন। ধানম-ি থানার ওসি আব্দুল লতিফ বিশ্বাস জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ধানমণ্ডির সুধাসদনের বিপরীত পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে তার ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির কাছে থাকা ভিজিটিং কার্ড দেখে তার নাম শনাক্ত করা জানা গেছে। ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিডার পরিচালক ছিলেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ওসি এনায়েত হোসেন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে তাদের মোহাম্মদপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে মোস্তাফিজুর রহমানকে মৃত অবস্থায় পায়। তবু তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (রেজিস্ট্রেশন এ্যান্ড ইনসেনটিভ লোকাল ইন্ডাস্ট্রি) তৌহিদুর রহমান খান জানান, মোস্তাফিজুর রহমান আগে বেসরকারীকরণ কমিশনের পরিচালক ছিলেন। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত হয়ে বিডার গঠনের পরও তাকে এ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব দেয়া হয়। লক্ষ্মীপুরের সন্তান মোস্তাফিজুর রহমান একজন টেক্সটাইল প্রকৌশলী। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা মোস্তাফিজুর সরকারী চাকরিতে আসার আগে ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও কাজ করেছেন।
×