ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম মুকুল আর নেই

প্রকাশিত: ০৪:১৯, ১২ মে ২০১৮

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম মুকুল আর নেই

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী ও কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের এমপি মাঈদুল ইসলাম (৭৮) মুকুল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। গত ২২ এপ্রিল অসুস্থজনিত কারণে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার উলিপুরে দ্বিতীয় জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে। একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। একেএম মাঈদুল ইসলাম মুকুল ১৯৪০ সালে ২৯ মে ভারতের আসামের কোকরা ডাঙ্গার সুখের চরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবুল কাসেম পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পীকার ছিলেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ডাক, তার ও টেলিযোগাযোগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এরপর থেকে তিনি ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালে কুড়িগ্রাম-৩ আসন (উলিপুর) এমপি হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির এমপি ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পুলিশ সুপার মেহেদুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। রাষ্ট্রপতির শোক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কুড়িগ্রাম-৩ আসনের এমপি একেএম মাঈদুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি মাঈদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আবদুল হামিদ মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন। প্রধানমন্ত্রীর শোক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। স্পীকারের শোক ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্পীকার শুক্রবার এক শোক বার্তায় বলেন, একেএম মাঈদুল ইসলাম ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ।
×