ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে শিশু ও কৃষকসহ ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৫, ১১ মে ২০১৮

বজ্রপাতে শিশু ও কৃষকসহ ৯ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে বৃহস্পতিবার শিশু ও কৃষকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাত জন। এর মধ্যে সাতক্ষীরায় শিশুসহ তিন জন, হবিগঞ্জে স্কুলছাত্রীসহ দুইজন, নেত্রকোনায় কিশোরী, নান্দাইলে কৃষক, নওগাঁয় ধানকাটা শ্রমিক ও মেহেরপুরে এক কৃষকের মৃত্যু হয়। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর ও শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আমের আলী সরদারের ছেলে সাইদুল্লাহ সরদার (১২), শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে আশরাফ সরদার (৩৩) ও একই ইউনিয়নের গাংআটি গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আমিনুর রহমান (৩০)। আহত শ্রমিকরা হলেন, মিজানুর রহমান, শাহিনুর রহমান, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম ও আক্তারুল ইসলাম। আহতদের সকলের বাড়ি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুচপুকুর গ্রামের শিশু সাইদুল্লাহ তাদের বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি সরাচ্ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের একটি মৎস্য ঘেরে ১০ থেকে ১৫ জন শ্রমিক এক সঙ্গে মৎস্য ঘেরের বেড়িবাঁধ সংস্কার ও মাছ ধরার কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আশরাফ ও আমিনুর। আহত হন আরও ৫ জন। আহতদের স্থানীয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×