ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগ

আশরাফুল-কৃষ্ণর হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

প্রকাশিত: ০৭:৩১, ১০ মে ২০১৮

আশরাফুল-কৃষ্ণর হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে টানা চতুর্থ জয় কুড়িয়ে নিয়েছে সর্বাধিক পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে তারা আজাদ স্পোর্টিং ক্লাবকে হারায় ১০-০ গোলে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৫-০ গোলে। আবাহনীর আশরাফুল ইসলাম এবং কৃষ্ণ কুমার হ্যাটট্রিক করেন। আশরাফুল হ্যাটট্রিকসহ করেন ৪ গোল। সবগুলোই করেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে (৬, ১৬, ২৬ ও ৬৭ মিনিটে)। চলমান লীগে এটা তার ব্যক্তিগত দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন এ্যাজাক্সের বিরদ্ধে। সতীর্থ কৃষ্ণ কুমারও পিছিয়ে ছিলেন না। তিনিও হ্যাটট্রিক করেন। সবগুলোই ফিল্ড গোল (৩০, ৩১ ও ৪৮ মিনিটে)। আরশাদ হোসেন করেন জোড়া গোল (২টি ফিল্ড গোল, ৪০ ও ৬০ মিনিটে)। এছাড়া ১টি গোল করেন খোরশেদুর রহমান (পিসি গোল, ৪৫ মিনিটে)। আবাহনীর টানা পঞ্চম জয়। জাতীয় স্কুল ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার জাতীয় স্কুল ফুটবলের খেলায় চট্টগ্রামের মেরিন একাডেমি স্কুল ২-১ গোলে কুমিল্লার বিবির বাজার উচ্চ বিদ্যালয়কে হারায়। এছাড়া ঢাকার রায়ের বাজার উচ্চ বিদ্যালয় গোলশূন্য ড্র করে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। জাতীয় জুনিয়র দাবায় ফাহাদ শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় জুনিয়র (অনুর্ধ-২০) দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদেমাস্টার ফাহাদ রহমান ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে সিরাজগঞ্জের নাইম হক দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট নিয়ে ৭ দাবাড়ু মিলিতভাবে তৃতীয় স্থানে। বালিকা বিভাগে গতবারের জুনিয়র গার্লস চ্যাম্পিয়ন নরসিংদীর নোশিন আঞ্জুম সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে।
×