ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ফরমেটের দল ঘোষণা ভারতের

প্রকাশিত: ০৭:২৮, ১০ মে ২০১৮

তিন ফরমেটের দল ঘোষণা ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে আফগানিস্তানের অভিষেক টেস্টে (১৪ জুন, ব্যাঙ্গালুরু) আতিথ্য দেবে ভারত। অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে দেশটির নির্বাচকম-লী। জুলাই-সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিতে এ সময় কাউন্টি ক্রিকেটে খেলবেন নিয়মিত সেনাপতি বিরাট কোহলি। তবে তার আগে আয়রল্যান্ডে টি২০ সিরিজ দিয়েই দলে ফিরবেন সেনসেশনাল এ উইলোবাজ। যদিও একই সময়ে কাউন্টিতে তার ম্যাচ রয়েছে, ফলে এ নিয়ে কিছুটা বিতর্কের তৈরি হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে টেস্টে জায়গা করে নিয়েছেন করুন নায়ার, কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর। বাদ পড়েছেন রোহিত শর্মা ও পার্থিব প্যাটেল। কোহলির পাশাপাশি বিশ্রামে তারকা পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ড সফরের শুরুতেই প্রতিবেশী আয়ারল্যান্ডের সঙ্গে যে দুটি টি২০ খেলবে মোড়ল দেশ ভারত, সেই দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নাম থাকায় ভারতীয় ক্রিকেট মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ একই সময়ে তার কাউন্টতে ম্যাচ রয়েছে, যে কারণে আফগানিস্তানের অভিষেক টেস্টেও কোহলিকে রাখা হয়নি। কী করে এটা সম্ভব? সারের সঙ্গে চুক্তি অনুযায়ী কোহলির শেষ কাউন্টি ম্যাচ ২৫ ও ২৯ জুন। এ নিয়ে সংবাদ মাধ্যমকে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিাআই) ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘নিশ্চিন্ত থাকুন, সব ঠিক আছে। শোনা যায়, কোহলিকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানোর জন্য তার কাউন্টি চুক্তির মেয়াদ কমানোর চেষ্টা করছে বিসিসিআই। শেষ পর্যন্ত কি হয়, সেটিই দেখার অপেক্ষা। ওদিকে ধুন্ধুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০তে দুরন্ত পারফর্মেন্সের সুবাদে ওয়ানডে দলের দরজা খুলে গেছে আমবাতি রাইডুর। ফের ডাক পেয়েছেন লোকেশ রাহুল আর সুরেশ রায়না। কিন্তু স্ত্রীর করা মামলায় জেরবার মোহাম্মদ শামিকে ফেরানো হয়নি। অভিজ্ঞ পেসার অবশ্য আফগানদের বিপক্ষে টেস্টে আছেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ॥ অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, হারদিক পা-িয়া, ইশান্ত শর্মা ও শার্দুল ঠাকুর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে টি২০ দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), ধাওয়ান, রোহিত শর্মা, রাহুল, রায়না, মানীশ পা-ে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, যুবেন্দ্র চাহাল, কুলদীপ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, পা-িয়া, সিদ্ধার্থ কাউল ও উমেশ যাদব। ইংল্যান্ড সফরে ওয়ানডে দল ॥ কোহলি (অধিনায়ক), ধাওয়ান, রোহিত, রাহুল. শ্রেয়াস আইয়ার, আমবাতি রাইডু, ধোনি, কার্তিক, চাহাল, কুলদীপ, ওয়াশিংটন, ভুবনেশ্বর, বুমরাহ, পা-িয়া, কাউল ও উমেশ যাদব।
×