ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৯২ লাখ টাকা মূল্যের সোনার বারসহ বেবিচক কর্মচারী আটক

প্রকাশিত: ০৮:৩২, ৯ মে ২০১৮

শাহজালালে ৯২ লাখ টাকা মূল্যের সোনার বারসহ বেবিচক কর্মচারী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মচারীকে ১০টি সোনার বারসহ গ্রেফতার করেছেন শুল্ক গোয়েন্দারা। ঢাকার কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম মঙ্গলবার বিকালে মোঃ ইলিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আগমনী হলের ৮ নম্বর বেল্টের কাছে তার গতিবিধি সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসবাদ করা হয় ইলিয়াসকে। প্রথমে সে অস্বীকার করলেও বিভিন্ন সংস্থার সদস্যদের ব্যাপক জিজ্ঞাসবাদে সে এক পর্যায়ে স্বর্ণের কথা স্বীকার করে। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ৯২ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। ইলিয়াস সিভিল এভিয়েশনে ই-এম বিভাগের হেল্পার পদে কর্মরত বলে জানান তিনি। আটককৃত কর্মচারীকে থানায় সোপর্দ করা হয়েছে।
×