ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদ সদস্য নিহত

প্রকাশিত: ০৭:৩০, ৯ মে ২০১৮

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলা পরিষদ সদস্য ও উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাব হোসেন চাঁদ কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলযোগে রংপুরে যাওয়ার পথে রংপুরের মীরবাগ এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাইবান্ধায় আরোহী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ এলাকায় গাইবান্ধা-সাঘাটা সড়কে মঙ্গলবার সকালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল আউয়াল খাঁ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গাইবান্ধা শহরে যাওয়ার পথে বোয়ালী ইউনিয়ন পরিষদ এলাকায় মোটরসাইকেল আরোহীকে ওভারটেক করে যাওয়ার সময় সিএনজির ধাক্কায় মোটরসাইকেলের ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল আউয়াল মারা যায়। সিএনজিট দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ইন্দারপাড় নামক স্থানে সিএনজিটি আটক করে। নিহত আউয়াল খাঁ ও সিএনজিচালক সুজনের বাড়ি ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। কক্সবাজারে আহত ২৫ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, রামুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালকসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে রামু কলেজের সামনে কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে দেড় ঘণ্টা ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। জানা যায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি চেয়ার কোচের সঙ্গে বিপরীতমুখী হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার শুরু করে।
×