ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে ঝড়

গাছ পড়ে ৯ ঘণ্টা রেল ও সড়কপথ বন্ধ ॥ বিদ্যুত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৭:২৫, ৯ মে ২০১৮

গাছ পড়ে ৯ ঘণ্টা রেল ও সড়কপথ বন্ধ ॥ বিদ্যুত বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ৮ মে ॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুই দফা গাছ পড়ে ৯ ঘণ্টা সারাদেশের সঙ্গে বন্ধ ছিল সিলেটের ট্রেন চলাচল। একই সঙ্গে লাউয়াছড়া পাকা সড়কের বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে ১২ ঘণ্টা বন্ধ ছিল শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কপথ। মঙ্গলবার ভোরে রাতের কাল বৈশাখী ঝড়ের সময় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ী এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের ওপর গাছ পড়লে ভোর ৪টা ২৫ মিনিট থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয় বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন। কমলগঞ্জের শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকা থেকে সিলেটগ্রামী আন্তঃনগর উদয়ন ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ী এলাকা অতিক্রমের সময় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে ইঞ্জিনের ওপর। এর ফলে ঘটনার পর থেকে পাহাড়ী এলাকায় সহস্রাধিক যাত্রীবাহী উদয়ন ট্রেনটি আটকা পড়ে। এ অবস্থায় ভোর থেকেই এ ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদয়ন ট্রেনকে উদ্ধার করে লাইন চালুর ২০ মিনিটের মাথায় লাউয়াছড়ার শ্রীমঙ্গল অংশে রেললাইনের ওপর আবারও গাছ পড়ে আটকা পড়ে ঢাকাগামী কালনী ট্রেন। বেলা ১টার দিকে গাছ কেটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এদিকে ঝড়ে লাউয়াছড়া পাকা সড়কের বিভিন্ন স্থানে গাছ পড়ে ভোর থেকেই বন্ধ থাকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ পাকা সড়ক। বেলা আড়াইটার দিকে পাকা রাস্তা থেকে বন বিভাগ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে দেয়ার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে জেলার বিভিন্ন উপজেলার বিদ্যুত লাইন বিচ্ছিন্ন রয়েছে বলে জানান, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক শিবু লাল বসু।
×