ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৮ ফুটবল

শেখ জামালকে হারিয়ে শেষ চারে আবাহনী

প্রকাশিত: ০৭:২০, ৯ মে ২০১৮

শেখ জামালকে হারিয়ে শেষ চারে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন অনুর্ধ-১৮ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ কোয়্ার্টার ফাইনালে টাইব্রেকারে (সাডেন ডেথে) ৫-৪ গোলে শেখ জামাল ধানম-িকে হারিয়েছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আগামী ১১ মে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আবাহনী। ম্যাচের ১০ মিনিটে গোল করে এগিয়ে যায় আবাহনী। রিমন হোসেনের ক্রসে লাফিয়ে ওঠে হেডে গোল করেন আপন চন্দ্র রায়। ৩৭ মিনিটে সমতায় ফেরে শেখ জামাল। ইউসুফ আলী জীবনের কাছ থেকে বল পেয়ে প্লেসিং শটে আবাহনীর জাল কাঁপান সরেন। ৪৫ মিনিটে গোল করে এবার এগিয়ে যায় শেখ জামাল। বাঁ প্রান্ত দিয়ে মেহেদী হাসান হৃদয়ের ক্রস গোলরক্ষক আরিফুল ইসলাম ঠিকমতো ধরতে পারেননি। তার হাত থেকে ফসকে বল সামনে পড়ে। পেয়ে যান সরেন বল জালে জড়ান তিনি। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দ্বীপক রায়ের দারুণ এক ফ্রি কিকে সমতায় ফেরে আবাহনী। নির্ধারিত সময় আর কোন গোল হয়নি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট করে দুই অর্ধের ৩০ মিনিটের লড়াইয়েও কোন দল গোল পায়নি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথম পাঁচ শর্টে সমতা থাকে। দু’দলই ৪টি করে গোল করে। সাডেন ডেথে গিয়ে নিষ্পত্তি হয় ম্যাচের। শেখ জামালের আব্দুল কাদের মিন্টু গোল করতে ব্যর্থ হন। শট নিতে এসে গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন নাজমুল হোসেন আকন্দ। এর আগে টাইব্রেকারের প্রথম পাঁচ শটে আবাহনীর হয়ে গোল করেন দ্বীপক রায়, আক্কাস আলী, আপন চন্দ্র রয়, মিনহাজুল করিম। মিস করেন রিমন হোসেন। শেখ জামালের আশরাফুজ্জামান ছুটন, ম্যানুয়েল সরেনম জাহান মিয়া তারিক, অন্তর গোল করলেও মেহেদী হাসান হৃদয় ব্যর্থ হন।
×