ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার হচ্ছে না প্রতিশ্রুত টি২০ লীগ!

প্রকাশিত: ০৭:১৮, ৯ মে ২০১৮

এবার হচ্ছে না প্রতিশ্রুত টি২০ লীগ!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লীগের ৪ বিদেশী ক্রিকেটার খেলানোর অনুমতি থাকে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) গত আসরে ৫ বিদেশী ক্রিকেটার খেলে। তাতে দেশী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হচ্ছে। এমন ধারণা থেকেই বিপিএলের বাইরে আরেকটি টি২০ লীগ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু এ বছর সেই প্রতিশ্রুত টি২০ লীগ হচ্ছে না। তা আগামী বছর হলেও হতে পারে। বিসিবির পরিচালক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এ নিয়ে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটা আলাপ হয়েছিল। এ মৌসুমে যদি করতে না পারি আগামী মৌসুমে করব। আগামী চার বছরের মধ্যে এটা আমরা অবশ্যই চালু করতে চাই। আমরা চাইছি (টুর্নামেন্টটা) আগামী বছর করতে। সময়ের অভাবে এ বছর হবে না। বর্ষা মৌসুম চলে এসেছে। রমজান মাসও আসছে। এ বছর আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না।’ সর্বশেষ বিপিএল শেষ হয়েছে ১০ ডিসেম্বর। এরপর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) আংশিক খেলা হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে। মাঝখানে একমাস বিরতি পড়ে। তখন দেশের মাটিতে শুরু হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। জাতীয় দল মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলে। প্রিমিয়ার লীগ শেষে বিসিএলের বাকি ম্যাচগুলো হয়। এখন ক্রিকেট মৌসুমে বিরতি আছে। চাইলেই বিসিবি এ সময়টিতে টি২০ লীগ করতে পারত। কিন্তু করেনি। সামনে আরও বর্ষা মৌসুম। তখন কোন টুর্নামেন্ট পরিচালনা করা স্বাভাবিকভাবেই কঠিন। আর যখন বর্ষা মৌসুম শেষ হয়ে যাবে, তখন দেশে আন্তর্জাতিক ক্রিকেট চলবে। আবার বিপিএল আয়োজনও হবে। তার মানে এ বছর কোনভাবেই প্রতিশ্রুত টি২০ লীগটি হচ্ছে না। তাতে করে ঘরোয়া ক্রিকেটারদের জন্য দুঃসংবাদই এসেছে। বিপিএলে দেশের পর্যাপ্ত ক্রিকেটার খেলার সুযোগ পান না। দল পেতেও কষ্ট হয়। টি২০ ক্রিকেটারের তাই অভাবও দেখা দিচ্ছে। এ জন্যই আলাদা একটি টি২০ টুর্নামেন্ট করার কথা ভেবেছিল বিসিবি। কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা এখন পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও হতে পারে টুর্নামেন্ট। কিন্তু বিসিবি হয়তো তাদের ছাড়া টুর্নামেন্ট করতে চাচ্ছে না। তাইতো এ বছর আর হবেই না এ টুর্নামেন্ট। না হলে জাতীয় দলের ক্রিকেটার ছাড়া ঢাকা লীগ, বিসিএল, জাতীয় লীগ হয়। টি২০ টুর্নামেন্ট হলে ক্রিকেটারও বের হবে। কিন্তু এ বছর তা আর হচ্ছে না। কাজী ইনাম যে বলেছেন আগামী চার বছরের মধ্যে এটা চালু করতে চান। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আগামী বছরও কী হবে? নাকি প্রতিশ্রুত টি২০ টুর্নামেন্টটি এভাবে মুখে আর কাগজে-কলমেই বন্দী হয়ে থাকবে?
×