ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কার্লাইলকে আসতে বাধা দিচ্ছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৭, ৯ মে ২০১৮

কার্লাইলকে আসতে বাধা দিচ্ছে সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি যে আইনী পরামর্শক নিয়োগ দিয়েছে সেই ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়ার মামলায় আপীল বিভাগের শুনানিতে ডিফেন্স টিমে অংশগ্রহণ করতে লর্ড কার্লাইল কয়েক সপ্তাহ আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাকে হাইকমিশন হ্যাঁও বলেনি, নাও বলেনি। এতে স্পষ্ট, সরকার প্রত্যক্ষভাবে আইনজীবী লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে। খালেদা জিয়ার যে শক্তিশালী লিগ্যাল টিম আছে, তা যাতে আরও শক্তিশালী না হয়, সেটাকে বাধাগ্রস্ত করতেই তাকে বেআইনীভাবে ভিসা দেয়া হয়নি বলে আমরা মনে করি। বিএনপির মুখপাত্র রিজভী বলেন, লর্ড কার্লাইলকে ভিসা দেয়া হলো না, অথচ ওয়ান-ইলেভেনের সময়ে আজকের প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন, তখন তিনি কানাডার একজন আইনজীবী পায়াম আখাভান ও ব্রিটিশ আইনজীবী শেরি বেন্টয়ারকে নিয়োগ দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিলেন।
×