ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা

প্রকাশিত: ০৫:৫৫, ৯ মে ২০১৮

উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা

স্টাফ রিপোর্টার ॥ উজানে ভারি বৃষ্টিপাত এবং নেমে আসা পানির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাসমূহে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলা আগাম বন্যার কবলে পড়তে পারে। এসব এলাকা নদীসমূহে পানি ইতোমধ্যে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব জেলাসমূহের কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে আবহাওয়া দফতরের এক পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে সোমবার সকাল থেকেই হিমাচল প্রদেশের বেশকিছু অঞ্চলে তুষারপাত হচ্ছে। কোন কোন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার পর্যন্ত আরও কয়েক দফা তুষারঝড় ও বরফপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর মিজোরাম, ত্রিপুরা কর্ণাটক এবং কেড়লে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব এলাকায় প্রবল ঝড় এবং ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেজ্ঞরা বলছে এসব এলাকায় ভারি বৃষ্টিপাত হলে উজান থেকে পানি নেমে এসে ভাটিতে আকস্মিক বন্যার অবনতি ঘটতে পারে। আবহাওয়া অধিদফতর বলছে, পশ্চিমা লঘুচাপ ভারতের ঝাড়খ- পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়ার পূর্বাভাস ও নদ-নদীর পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সিলেট, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কিছু স্থানে আকস্মিক বন্যা হতে পারে। তারা আরও জানায়, বিগত কয়েকদিনে বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম মেঘালয়, ত্রিপুরার অনেক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত বিরাজ করছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এবং ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের পূর্বাভাস বিশ্লেষণ করে উল্লেখ করেছে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেট, সুনাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পার্শ¦বর্তী ভারতের অসম, মেঘালয় এবং ত্রিপুরার অনেক স্থানে ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পানি উন্নয় বোর্ড বলছে আবাহওয়ার পূর্বাভাস এবং নদনদীর পরিস্থিতি বিবেচনায় এনে আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাসমূহের কতিপয় স্থানে বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি ঘটতে পারে। অপরদিকে সুনামগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি সমতলে আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পাবে। তারা জানায়, ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলায় প্রধান নদী সুরমা কুশিয়ারসহ বেশ কিছু নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাটে ৩৪ সেন্টিমিটার, সিলেটে ১৮ সেন্টিমিটার, কুশিয়ারা নদী অমলশীলে ৮৯, শেওলায় ১০৭, ফেঞ্চুগঞ্জে ৬৭, মারকুলিতে ৭০, মনু নদী মৌলভীবাজারে ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও খোয়াই, সুতং, কংস, কানলী, বাউলাই নদী বেশ কয়েকটি স্থানে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
×