ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনী হারাল এ্যাজাক্সকে

প্রকাশিত: ০৭:১৩, ৮ মে ২০১৮

আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনী হারাল এ্যাজাক্সকে

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে টানা চতুর্থ জয় কুড়িয়ে নিয়েছে সর্বাধিক পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে তারা এ্যাজক্স স্পোর্টিং ক্লাবকে হারায় ৫-১ গোলে। ম্যাচের প্রথমার্ধেই বিজয়ী দল এগিয়ে ছিল ৩-০ গোলে। আবাহনী এর আগের ম্যাচগুলোতে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ১০-০ পুলিশ এসসিকে ১০-০ এবং ভিক্টোরিয়া এসসিকে ৮-০ গোলে। সোমবারের ম্যাচে খেলে এই প্রথম গোল হজম করল তারা। আবাহনীর আশরাফুল ইসলাম সোমবারের ম্যাচে হ্যাটট্রিক করেন। তার তিন গোলের দুটি পেনাল্টি কর্নার থেকে (২৭ ও ৫৭ মিনিটে) ১টি পেনাল্টি স্ট্রোক থেকে (২৩ মিনিটে)। এছাড়া কৃষ্ণ কুমা করেন জোড়া গোল। প্রতিটিই ফিল্ড গোল (৩১ ও ৬৭ মিনিটে)। এ্যাজাক্স এসসির একমাত্র গোলদাতা ভারতের হারমানদীপ সিং (১টি ফিল্ড গোল, ৪৫ মিনিটে)। জাতীয় জুনিয়র দাবার শীর্ষে সাত স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়ার ব্যাটারি জাতীয় জুনিয়র (অ-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা শেষে সাত দাবাড়ু তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনÑ গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদেমাস্টার ফাহাদ রহমান, সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ময়মনসিংহের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির অন্তু চৌধুরী, সিরাজগঞ্জের নাইম হক, চট্টগ্রামের আকিব জাওয়াদ, নারায়ণগঞ্জের সাদনান হাসান দিহান ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্ণাভো চৌধুরী। বালিকা বিভাগে তিন দাবাড়ু ৩ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে। এরা হলেনÑ গতবারের জুনিয়র গার্লস চ্যাম্পিয়ন নরসিংদীর নোশিন আঞ্জুম, বরিশালের আফরিন জাহান মুনিয়া ও ময়মনসিংহের সাদিয়া আফরিন সামিয়া। র‌্যাপিড রেটিং দাবা স্পোর্টস রিপোর্টার ॥ রেকট্যাঙ্গেল র‌্যাপিড রেটিং দাবা আজ মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে শুরু হবে। সবার জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীরা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ খেলার কক্ষে নাম জমা দিতে পারবে। দুই দিনব্যাপী ৭ রাউন্ড সুইস- লীগ পদ্ধতির এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
×