ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩১, ৮ মে ২০১৮

টুকরো খবর

গণপিটুনিতে চাঁদাবাজ নিহত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ফুলবাড়ি এলাকায় সোমবার বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছে রুবেল (২৭) নামের এক যুবক। সে এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। পুলিশ জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা আছে। রুবেল ফুলবাড়ি প্রামাণিকপাড়ার সঞ্জু মিয়ার ছেলে। এলাকাবাসী জানায় রুবেল ছিল সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার অত্যাচারে এলাকার লোকজন ছিল অতিষ্ঠ। সে চাঁদা দাবি করার পর না দিলে অত্যাচার চালায়। ক’দিন ধরে সে এলাকায় দুই ব্যক্তির বাড়ি নির্মাণে বড় অঙ্কের চাঁদা দাবি করছিল। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে সোমবার সকালে উপজেলার তালম ইউনিয়নের নামো-সিলট গ্রামে পানিতে ডুবে নাবিল হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নাবিল ওই গ্রামের নূর হোসেনের ছেলে। স্থানীয় শিক্ষক নবীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রামের শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল নাবিল। সে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। চিকিৎসককে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ মে ॥ নাটোরে সর্বহারা পরিচয়ে মোবাইলে মিজানুর রহমান নামে এক চিকিৎসকের কাছে চাঁদা দাবি করা হয়েছে নির্ধারিত সময়ে দাবিকৃত চাঁদা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় তারা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার দুপুরে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মিজানুর রহমান এ্যাপেক্স ক্লাব অব নাটোরের কোষাধ্যক্ষ ও শহরের কানাইখালী এলাকার বাসিন্দা। মিজানুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে তিনি তার কর্মস্থল উত্তরবঙ্গ হেলথ কেয়ারে অবস্থানকালে তার ব্যক্তিগত নাম্বারে সর্বহারার বাগমারার নেতা আজিজ পরিচয়ে (০১৮৬৯৮২২১০০) নাম্বার থেকে ফোন করে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। প্রথমে তারা এক ঘণ্টার সময় বেঁধে দিয়ে (০১৭৭৮৬৩৩৭৫২) নাম্বারে টাকা বিকাশে পাঠাতে বলে। রাসিক কর্মচারীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী নগর ভবনে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক আজমেরী আহম্মেদ মামুন বলেন, ৪০ লাখ টাকা বকেয়া পাওনা আদায়সহ ১১ দফা দাবিতে গত ৯ জুলাই সকালে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছিলেন তারা। ওই সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হয়। কিন্তু সব দাবি পূরণ না হতেই আবারও ৩ মাসের বেতন বকেয়া পড়ে। যে কারণে সোমবার তারা নগর ভবনে বিক্ষোভ করেছেন। চারজনের কারাদ- নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ মে ॥ ফরিদপুরে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের রেলস্টেশন এলাকা হতে তাদের আটক করা হয়। এর মধ্যে চারজনকে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। আটক একজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে সমাজসেবা অধিদফতর পরিচালিত সংশোধনাগারে পাঠানো হয়। এরা হলেনÑ বাগেরহাটের মোল্লারহাট উপজেলার জয়ঢেকি গ্রামের মোঃ আল আমিন, ফরিদপুর সদরের স্লুইসগেট বেড়িবাঁধ এলাকার জনি মৃধা, ফরিদপুরের ভাঙ্গার নওয়াপাড়া এলাকার সৈয়দ সাকিব, গোপালগঞ্জের মুকসুদপুরের, হরিনাহাটি মোঃ নাছিম ও ১৬ বছর বয়সী এক কিশোর। গাজীপুরে গ্রেফতার ৪৫ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের এক বাড়ি থেকে গাঁজা সেবন ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২ মাসের করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছে। সোমবার ব্যাব-১ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ পানিশাইলের পদ্মা কারখানার গেট এলাকায় আক্তারুজ্জামানের একটি পরিত্যক্ত ঘরে রবিবার রাতে কয়েক ব্যক্তি গাঁজা সেবন ও ক্রয়-বিক্রয় করছিল। রাব-১-এর নেতৃত্বে গাজীপুরের একটি বাড়িতে নেতৃত্বে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবন ও কয়-বিক্রয়ের অভিযোগে ৪৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ শামসুদ্দোহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাদের প্রত্যেককে দুই মাসের করে বিনাশ্রম কারাদ-াদেশ দিয়ে কারাগারে প্রেরণ করে। কোটি টাকার ডলারসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্তে রবিবার পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার ৯ শ ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। এ সময় তারা সদস্যরা বিল্লাল হোসেন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে। বিজিবি সদস্যরা জানান, বিপুল পরিমাণ ডলার পাচারের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা রবিবার রাত সাড়ে ৮টায় সাদিপুর সীমান্তের পোতাপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ১১ হাজার ৯ শ’ ইউএস ডলার উদ্ধার করে। এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি তারা। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টায় বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে থেকে বিল্লাল হোসেন নামে এক পাচারকারীকে ৫ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়। বিদ্যুতস্পর্শে কারখানা শ্রমিক নিহত সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৭ মে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার তালুকদার সিলিকেট কারখানায় বিদ্যুতস্পর্শে ফিরোজ মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সোমবার সকালে কারখানায় কাজ করতে গিয়ে ফিরোজ বিদ্যুতস্পর্শে হয়ে গুরুতর আহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৌর ভবনের লক্ষাধিক টাকা চুরি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ মে ॥ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ভবনে চুরি হয়েছে। রবিবার রাতের যেকোন সময় পৌর ভবনের দক্ষিণ পাশের রেলিংয়ের ওপর দিয়ে প্রবেশ করে হিসাব শাখার দুটি কক্ষের তালা ভাঙ্গে চোরের দল। হিসাবরক্ষক কার্ত্তিক চন্দ্র হাওলাদারের কক্ষের স্টিল আলমারি ভেঙ্গে এক লাখ সাত হাজার টাকা নিয়ে গেছে। তবে কোন কাগজপত্র খোয়া যায়নি বলে পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কলাপাড়া পুলিশ পরিদর্শন করেছেন এবং পৌরভার সিসি ক্যামেরাগুলো পরীক্ষা করেছেন।
×