ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেংরাগিরি বনের কাছে তাপ বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগে টিআইবির উদ্বেগ

প্রকাশিত: ০৬:০৭, ৮ মে ২০১৮

টেংরাগিরি বনের কাছে তাপ বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগে টিআইবির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই বরগুনার টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের কাছে কয়লাভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগ এবং নির্মাণ প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুত ক্রয় চুক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে পরিবেশ এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এ উদ্যোগ অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই দেশের দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত সংরক্ষিত টেংরাগিরি বন থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে ৩শ’ ৭ মেগাওয়াটের কয়লা বিদ্যুত কেন্দ্র স্থাপন করছে দেশীয় প্রতিষ্ঠান আইসোটেক ও বিদেশী দুটি প্রতিষ্ঠান। এই বিদ্যুত কেন্দ্র থেকে বিদ্যুত ক্রয় করতে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতিমধ্যে ২৫ বছর মেয়াদী পাওয়ার পারচেজ এ্যাগ্রিমেন্ট (পিপিএ) করেছে।
×