ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার শত ভাগ পাস প্রতিষ্ঠান কমেছে ৬৯২

প্রকাশিত: ০৫:৫১, ৭ মে ২০১৮

এবার শত ভাগ পাস প্রতিষ্ঠান  কমেছে  ৬৯২

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার শতভাগ শিক্ষার্থী পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ৬৯২টি কমেছে। অন্যদিকে সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৬টি। এবার সারাদেশে মোট ২৮ হাজার ৫৫৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, গত বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ৩৫৯টি। এবারের পরীক্ষায় সারা দেশে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর ২ হাজার ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এই হিসেবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৯টি বাড়লেও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৯২টি। ঢাকা বোর্ডে ১৮৪টি, রাজশাহী বোর্ডে ২০৬টি, কুমিল্লা বোর্ডের ৭৪টি, দিনাজপুর বোর্ডের ৮৪টি, সিলেট বোর্ডের ২৩টি, যশোর বোর্ডের ৭৩টি, বরিশাল বোর্ডের ৫০টি এবং চট্টগ্রাম বোর্ডের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৭৫৭টি এবং কারিগরি বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। পরীক্ষায় গত বছর ৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এবার মোট ১০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাস করতে পারেনি। সেই হিসেবে এবার শতভাগ ফেলের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৬টি। দিনাজপুর বোর্ডে ৫টি, ঢাকা ও বরিশাল বোর্ডে তিনটি করে এবং রাজশাহী ও যশোর বোর্ডে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। কোন শিক্ষার্থী পাস করেনি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান এবার কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে নেই। মাদ্রাসা বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে। তবে কারিগরি বোর্ডে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। মাইলস্টোন কলেজের সাফল্য ॥ প্রতি বছরের মতো এবারো সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। বাংলা ও ইংরেজী মাধ্যমে এক হাজার ১৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এক হাজার ১৭৮ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশামিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯০ জন এবং এ গ্রেড অর্জন করে ৩৮৮ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৯৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭৯ জন, বিজ্ঞান বিভাগে এ গ্রেড পায় ২০২ জন। বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে ২৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৩৭ জন জিপিএ-৫ পায়। বাণিজ্য বিভাগ থেকে ১৯৮ জন পরীক্ষা দিয়ে ১১ জন জিপিএ-৫ এবং ১৮৬ জন এ গ্রেড পেয়েছে। কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভুঁইয়া বলেন, আমাদের শিক্ষকÑশিক্ষিকা, ছাত্রÑছাত্রী, অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে এক সঙ্গে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই। তিনি বলেন, পরীক্ষায় ভাল ফল লাভের পাশাপাশি একজন শিক্ষার্থী যেন ভাল মানুষ হয়ে জীবন গড়তে পারে সে ব্যাপারেও মাইলস্টোন কলেজ সর্বদা সচেষ্ট থাকে।
×