ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামালের

প্রকাশিত: ০৪:৪৯, ৫ মে ২০১৮

নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামালের

স্টাফ রিপোর্টার ॥ দলমত নির্বিশেষে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আসুন আমরা এটা নিশ্চিত করি যে দলমত নির্বশেষে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক মহল থেকেও সবাই একটি সুষ্ঠু নির্বাচন করার কথা বলবে। আর সেই নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো হলে হবে না। বাইরের দেশ থেকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য। এখন আমাদেরই এই দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে ‘আইনের শাসন ও গণতন্ত্র’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রবীণ এই আইন বিশেষজ্ঞ বলেন, আমরা দলমত নির্বিশেষে ঐক্যের ডাক দিয়েছি। বদরুদ্দোজা চৌধুরীসহ আমরা অনেকেই ঐক্যের আহ্বান জানিয়েছি। আপনারা সবাই আমাদের সঙ্গে আসবেন। আমরা সাত দফা দাবি পেশ করব। সেটা আমি সবাইকে পাঠিয়ে দেব। তবে সাত দফা পরিবর্তিত হয়ে আট দফা হতে পারে।’ যে বাংলাদেশ আমরা একাত্তরে পেয়েছিলাম সেই বাংলাদেশকে নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব একথা উল্লেখ করে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে, সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সংবিধানকে রক্ষা করবে। আর যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে এবং রাষ্ট্র ও দেশকে রক্ষা করবে। আইনজীবীরা এ ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সভায় কোটা আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাগ্রত হয়েছে। ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই।
×