ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান হত্যা

বিক্ষুব্ধ জনতার বাড়িঘরে আগুন লুটপাট

প্রকাশিত: ০৪:৪৯, ৫ মে ২০১৮

বিক্ষুব্ধ জনতার বাড়িঘরে আগুন লুটপাট

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ সন্ত্রাসীদের গুলিতে নিহত ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক (৭০) এর প্রথম নামাজে জানাজা শুক্রবার বিকেল ৩টায় রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা মেঘনা নদীর অপর পাড়ে বাঁশগাড়ি পুরাতন বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এদিকে মুক্তিযোদ্ধা সিরাজুল হক হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শুক্রবার রাতে সিরাজুল হকের প্রতিপক্ষের ১০-১২টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। জানাজায় সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পৌর মেয়র জামাল মোল্লা, স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ এলাকার শত শত মানুষ অংশ নেয়। জানাজা শেষে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি বলেছেন, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। পরে হিমায়িত গাড়িতে লাশ রাখা হয়। লাশটি বর্তমানে রায়পুরা থানায় রয়েছে। নিহত সিরাজুল হকের পুত্র আশরাফুল হক জানান, ইতালি এবং আমেরিকা থেকে অপর ছেলে-মেয়েসহ স্বজনেরা আসার পর শনিবার সকাল ১০টায় বাঁশগাড়ি নতুন বাজারে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ, ত্রাণ ব্যবস্থাপনা সভা শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মেঘনা নদীর অপর পাড়ে বাঁশগাড়ি যাবার পথে একই উপজেলার আলীনগর আড়াকান্দি নামক স্থানে পৌঁছলে একদল সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি পরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে একটি পতিত জমিতে লাশ ফেলে দেয়। রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি তবে প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
×