ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘির রাজাকার কমান্ডার মোমিন এখন কোথায়?

প্রকাশিত: ০৪:২২, ৫ মে ২০১৮

আদমদীঘির রাজাকার  কমান্ডার মোমিন  এখন কোথায়?

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৪ মে ॥ বগুড়ার আদমদীঘির রাজাকার কমান্ডার খোকা তালুকদার এখন কোথায়? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আদমদীঘি ও পাশের দুপচাচিয়া উপজেলার রাজনীতি সচেতন সর্বদলীয় মানুষের মুখে মুখে। বিশেষ করে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর থেকে এই বিষয়টি জোরালো আকার ধারণ করেছে। যদিও তার স্বজন এবং বিএনপির তার অনুসারী নেতা ও কর্মী-সমর্থকরা দাবি করছেন প্রায় এক বছর পূর্বে তিনি স্বপরিবারে আমেরিকায় তার মেয়ে-জামাই অথবা ছোট ভাইয়ের বাড়িতে চলে গেছে। এবং চোরাই পথে নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই গেছে। তবে তদন্ত সংস্থার তদন্তকারীকে সার্বিক সহায়তাকারী এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাকারী এক ব্যক্তি দাবি করছেন যে, খোকা রাজাকার দেশের বাহিরে যেতে পারেননি। দেশের ভেতরেই গোপন আস্তানায় আত্মগোপন করে তথা পলাতক রয়েছেন। যুক্তি হিসেবে তিনি দাবি করেন তার পাসপোর্ট অনেক আগেই জব্দ করা হয়েছে এবং ২০১৬ সালে আইসিটির তদন্ত সংস্থা থেকে তদন্ত শুরু করার পরই দেশের সব আকাশ, নৌ, জল ও স্থলবন্দরে তার ছবি দিয়ে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে মেসেজ দেয়া রয়েছে। জানা গেছে, রাজাকার কমান্ডার ও বিএনপি নেতা দুই বারের সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ মে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিন দুপুর পর্যন্ত তিনি ঢাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন। তবে ওইদিনই তিনি তার স্বজনদের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির খবর নিশ্চিত হয়ে দুপুরের পর থেকে তিনি লাপাত্তা হয়ে যান।
×