ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিৎসা নিলেন সাঈদী

প্রকাশিত: ০৫:৪৪, ৪ মে ২০১৮

বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিৎসা নিলেন সাঈদী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি ব্যাক পেইনসহ বিভিন্ন অসুখে ভুগছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ব্যাক পেইনসহ বিভিন্ন অসুখে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে তাকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি আবার বিকেলে কারাগারে ফিরে আসেন। তিনি মানবতাবিরোধী এক মামলায় আমৃত্যু দন্ডপ্রাপ্ত। ২০১৩ সালের ৮ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুর কারাগারের চিকিৎসক জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর পায়ে ব্যথা ও ব্যাক পেইন রয়েছে। তার কয়েকবার বাইপাস সার্জারি হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।
×