ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কেমিক্যালের বিষক্রিয়ায় সাভারে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৯, ৩ মে ২০১৮

কেমিক্যালের  বিষক্রিয়ায়  সাভারে  দুই শ্রমিকের মৃত্যু

বিডিনিউজ ॥ সাভারের ট্যানারি শিল্প নগরীতে একটি কারখানায় অসুস্থ হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে, যারা ‘রাসায়নিকের বিষক্রিয়ায়’ আক্রান্ত বলে সংশ্লিষ্টদের ভাষ্য। বুধবার বিকেলে ‘প্রিন্স ট্যানারির’ কারখানায় এ ঘটনা ঘটে বলে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইচি) গোলাম নবী জানান। মৃতরা হলেন মাহবুব (৫০) ও হাসান (২৪)। অসুস্থ মোয়াজ্জেমকে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার অন্য শ্রমিকদের বরাত দিয়ে বাংলাদেশ ট্যানারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ওই কারখানায় জুতার সোল তৈরি হয়। এতে মহিষের চামড়া ব্যবহার করা হয়। “চামড়া ‘পিকলিং’ করার জন্য মাহবুব ও হাসান একটি হাউসে নামার পর কেমিক্যালের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে মোয়াজ্জেম নামলে তিনিও অসুস্থ হন।” ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া বলেন, বিকেল ৫টা ২০ মিনিটে মাহবুব ও মোয়াজ্জেমকে ঢাকা মেডিক্যালে আনলে মাহবুবকে মৃত ঘোষণা করা হয়। মোয়াজ্জেমকে চিকিৎসা দেয়া হচ্ছে।
×