ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় মুগডাল খাওয়া নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ০৪:৫৮, ৩ মে ২০১৮

ভোলায় মুগডাল খাওয়া নিয়ে সংঘর্ষ ॥  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ মে ॥ চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় হাঁসে মুগ ডাল খাওয়াকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে সিরাজ নামে এক কৃষক নিহত ও ৮ জন আহত হয়েছে। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়। জানা যায়, চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের চরমঙ্গল গ্রামে ছিদ্দিক লাঠিয়ালের বাড়িতে মঙ্গলবার বিকেলের দিকে নিহত সিরাজের উঠানে রোদে শুকানো মুগ ডাল হাঁসে খাওয়াকে কেন্দ্র করে তার চাচাত ভাইদের সঙ্গে কথাকাটাকাটি ও সংর্ঘষ হয়। এ সময় সিরাজসহ ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেয়া হলে ডাক্তার সিরাজকে মৃত ঘোষণা করেন। এ দিকে বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট ও চরফ্যাশন উপজেলা থেকে কামাল, নাহিদ, জেসমিন ও সিদ্দিকসহ ৪ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলীতে আহত ২ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা থেকে জানান, গরুতে মুগডাল খাওয়াকে কেন্দ্র করে দু’সহোদরকে দফায় দফায় বেধড়ক পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে এবং মাথায় ও পায়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সঙ্কটজনক অবস্থায় দু’সহোদরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পশ্চিম পাতাকাটা গ্রামে। জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের পশ্চিম পাতাকাটা গ্রামের নিমাই শিকারীর মুগডাল ক্ষেতে মঙ্গলবার বিকেলে দুটি গরু ঢুকে। নিমাই শিকারী ওই গরু দুটি বাড়িতে এনে বেঁধে রাখে। ওইদিন সন্ধ্যায় একই গ্রামের ওসমান গনি গাজী তার একটি গরু দাবি করে নিমাই শিকারীর বাড়ি থেকে দুটি গরুই জোরপূর্বক নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায় দু’জনের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয় ওসমান গনি গাজী। এ ঘটনা জানাতে নিমাই শিকারী ও তার বড় ভাই কানাই শিকারীকে নিয়ে স্থানীয় ইউপি সদস্য ফখের সিকদারের বাড়িতে যায়। ওই বাড়িতে ওসমান গনি গাজী ও তার লোকজন এসে দু’সহোদরকে মারধর করে। এতে কানাই শিকারীর মাথায় জখম হয়। ওই দিন রাতে চিকিৎসার জন্য দু’সহোদর ঘটখালী স্ট্যান্ডে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে পাতাকাটা গ্রামে ওতপেতে থাকা ১০/১৫ সন্ত্রাসী দুই সহোদর নিমাই শিকারী ও কানাই শিকারীকে পিটিয়ে হাত, পা ও মাথায় গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। সঙ্কটজনক অবস্থায় দু’সহোদরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথরোধ করে সন্ত্রাসীরা। আহতদের রাত ১১ টায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×