ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার বিরুদ্ধে কাল মাঠে নামবেন সাবিনারা

প্রকাশিত: ০৪:৫৬, ১ মে ২০১৮

মালয়েশিয়ার বিরুদ্ধে কাল মাঠে নামবেন সাবিনারা

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটসাল দলের। কাল বুধবার থাইল্যান্ডের ব্যাংকক এ্যারেনায় বিকেল ৫টায় বাংলাদেশের প্রথম পরীক্ষা। প্রতিপক্ষ মালয়েশিয়া। এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশের খেলার অভিজ্ঞত নেই। এই খেলা হয়ে থাকে ইনডোরে। এটা মূলত ফাইভ-এ-সাইড ফুটবল। ৪১ মেয়ের মধ্যে সেরা ১৪ ফুটবলার নিয়ে দল গঠন করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। নির্দিষ্ট কোন লক্ষ্য নেই। মূলত অভিজ্ঞতা অর্জনের জন্যই এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া। মেয়েদের জন্য এটা হচ্ছে শুরু; কিন্তু প্রতিপক্ষ দলগুলো অভিজ্ঞতা সম্পন্ন। ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়ান গেমসের পাঁচবারের রানার্সআপ। বাংলাদেশ দলের অধিনায়ক-ফরোয়ার্ড সাবিনা খাতুন অবশ্য ব্যতিক্রম। দলের মধ্যে একমাত্র তারই আছে ফুটসাল খেলার অভিজ্ঞতা। মালদ্বীপের ক্লাবে ফুটসাল খেলেছেন ২০১৫ ও ২০১৬ সালে। আর এখন খেলতে গেছেন জাতীয় দলের হয়ে। যদিও ক্লাব আর জাতীয় দলের মধ্যে অনেক পার্থক্য। এই আসরে চার গ্রুপে ১৫ দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সানজিদা, কৃষ্ণা, সাবিনাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপের মেয়েরা। ‘এ’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া এবং ম্যাকাও। ‘সি’ গ্রুপে জাপান, চীন, বাহরাইন ও লেবানন এবং ‘ডি’ গ্রুপে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে। এরপর পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল।
×