ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:১৫, ১ মে ২০১৮

ঠাকুরগাঁওয়ে হত্যা  মামলায় একজনের  মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ এপ্রিল ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মালেক (৫৫) হত্যা মামলায় আজিম উদ্দীনের মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী আদালতে উক্ত আদেশ দেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৪ জুন দন্ডিত আসামি আজিম উদ্দীন সদলবলে প্রতিবেশী আব্দুল খালেকের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং বাড়ির লোকজনকে গালমন্দ করে। ওই সময় আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মালেক তাদের বাধা দিতে গেলে আজিম উদ্দীন কুড়াল দিয়ে তার মাথায় কোপ মারে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সাত দিনের মাথায় আব্দুল মালেক মারা যায়।
×