ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে রনি হত্যার মূল হোতা রানাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৯, ৩০ এপ্রিল ২০১৮

খিলগাঁওয়ে রনি হত্যার মূল হোতা রানাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণ মোঃ রাসেল রনি (১৮) খুনের ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আয়নাল হক রানা (২২)। সে ময়মনসিংহের তারাকান্দার ডাকের কান্দা গ্রামের মোঃ শামসুল হকের ছেলে। খিলগাঁও থানা এলাকায় বসবাস করত। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, হত্যাকা-ের পর আয়নাল চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেলতলা এলাকায় গিয়ে আত্মগোপন করেছিল। সেখান থেকে আয়নালকে গ্রেফতারের পর রবিবার দুপুরে তাকে ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। ওসি জানান, এর আগে এই মামলার অপর আসামি মাসুদ রানাকে (২০) গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১২ এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাত পৌনে ৯টার দিকে খিলগাঁওয়ের সীমান্তিক ক্লিনিকের সামনে রাসেলকে মারধর করে আয়নাল হক রানা ও তার সহযোগী আকাশ, সিরাজ, আক্তার, মাসুদ রানা, মিলন, মাইনুদ্দিন ও বাবু ওরফে বাইট্টা বাবু। একপর্যায়ে আয়নাল ছোরা দিয়ে রাসেলের পেটে আঘাত করে। পরে রাসেলের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরদিন ১৩ এপ্রিল রাসেলের মামা বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×