ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁচকে ব্রুসলি

প্রকাশিত: ০৫:০২, ৩০ এপ্রিল ২০১৮

পুঁচকে ব্রুসলি

মার্শাল আর্ট লিজেন্ড ব্রুসলির কথা অনেকেরই জানা। তার মার্শাল আর্টের জাদুতে একসময় বুঁদ ছিল সারাদুনিয়া। এবার অবিকল তার মতো এক পুঁচকে ব্রুসলির খোঁজ মিলেছে। ছেলেটির নাম রিসুই রাইয়োজি। তার জন্ম জাপানে। মাত্র ৩ বছর বয়স থেকে ব্রুসলিকে অনুকরণের চেষ্টা চালিয়ে আসছে ছেলেটি। বর্তমান তার বয়স ৮ বছর। দৈনিক পাক্কা সাড়ে চার ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরায় রিসুই। স্বপ্ন শুধু ব্রুশলির মতো শারীরিক গঠন অর্জন করা। তিন বছর আগে ব্রুশলির গেম অব ডেথ ছবিটির আদলে কিছু পোঁজ দেয় এই পুঁচকে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ব্রুশলির এই ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল। রিসুই রাইয়োজির ছবিগুলোও আলোড়ন তোলে। ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই ব্রুশলি ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়ে। বিশ্বের নানা প্রান্ত থেকে অনেকে রিসুইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অল্প কয়েক দিনের মধ্যে সামাজিক মাধ্যমে কয়েক লাখ ফলোয়ার জোটে তার। এরপর জাপানের টিভি রিয়েলিটি শো ছেলেটিকে লুফে নেয়। তার শারীরিক কসরত দেখতে টিভির সামনে ভিড় জমে। রিসুইয়ের সেলিব্রেটি ইমেজ চারদিকে ছড়িয়ে পড়লেও ছেলেটির সেদিকে খেয়াল নেই। ওর স্বপ্ন ব্রুশলি হওয়া। তার বাবা বলেন, প্রতিদিন ভোর সাড়ে ছয়টায় ঘুম থেকে ওঠে রিসুই। এরপর শুরু হয় ব্যায়াম। পাক্কা সাড়ে চারঘণ্টা করে ব্যায়াম করে রিসুই। তিনি বলেন, রিসুই প্রতিদিন ব্রুশলির কোন না কোন ফিল্ম দেখে। ওই সব ফিল্মে ব্রুশলি যেভাবে ছবির জন্য পোঁজ দিত সেভাবে চেষ্টা করে। অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×