ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েটে বাসচালক হত্যায় অংশ নেয় ৫ জন, একজনের স্বীকারোক্তি

প্রকাশিত: ০৬:৪২, ২৯ এপ্রিল ২০১৮

রুয়েটে বাসচালক হত্যায় অংশ নেয় ৫ জন, একজনের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালাম হত্যাকা-ের ক্লু মিলেছে। এ হত্যাকা-ে অংশ নিয়েছিল ৫ যুবক। ওই ৫ যুবক পূর্বপরিকল্পনা অনুযায়ী সালামকে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম। তিনি জানান, হত্যাকা-ের দিন থেকে গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওয়াশিম ও পলাশ নামের দুই যুবককে আটক করে পুলিশ। ওই দুই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এর মধ্যে পলাশ ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। সেই-ই হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী। তার বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায়। সে ছাড়াও খুনের সময় চারজন উপস্থিত ছিল। ২০১৪ সালের একটা মামলা নিয়ে আবদুস সালামের সঙ্গে তাদের মধ্যে ঝামেলা চলছিল। মূলত মামলাটির মধ্যস্থতাকারী ছিল সালাম। সালামের কারণে মামলাটি মীমাংসা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ৫জন মিলে সালামকে হত্যা করে। ওসি মাহবুব বলেন, হত্যাকা-ের দিন খুনীরা আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। আবদুস সালামকে দেখার সঙ্গে সঙ্গেই খুনীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো শুরু করে। সালাম মাটিতে পড়ে গেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের বাইরে আরও অনেকেই খুনীদের সহায়তা করছিল বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এরা কারা এবং ঘটনাস্থলে উপস্থিত খুনীদের নাম প্রকাশ করতে রাজি হননি ওসি মাহবুব।
×