ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে ট্রাক বোঝাই অবৈধ কাঠ আটক

প্রকাশিত: ০৬:৪১, ২৯ এপ্রিল ২০১৮

সীতাকুণ্ডে ট্রাক বোঝাই অবৈধ কাঠ আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৮ এপ্রিল ॥ সীতাকণ্ডে চোরাই কাঠ বোঝাই ট্রাক আটক করেছে চট্টগ্রাম উত্তর ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের কর্মকর্তারা। শনিবার সকালে মাদামবিবির হাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিট-কাম-চেক স্টেশনের সামনে এই ট্রাক আটক করা হয়। এ বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। জানা জায়, জোরালগঞ্জ বারৈায়ারহাট পাহাড়ী এলাকা থেকে চট্ট-মেট্রো-ট ০৫-০৯৬৩ একটি ট্রাক বোঝাই গামারি কাঠ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যোচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ বখতিয়ার নূর সিদ্দিকী। পরে তাার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন কর্মকর্তা ও আরিফুল ইসলাম, ফরেস্টার স্টেশন কর্মকর্তার নেতৃত্বে অন্যান্য সহযোগী কর্মকর্তাগণ কাঠ বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হন। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। জব্দকৃত বনজ দ্রব্যের পরিমাণ প্রায় ৪০০ ঘন ফুট, যার মূল্য ৬-৭ লাখ টাকা। সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৮ এপ্রিল ॥ সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এসআই নাছিরসহ তিন পুলিশ কনস্টেবলকে আহত করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাত ১০টায় উপজেলার ফৌজদারহাট লিংক রোডের পূর্ব পার্শ্বে পুলিশের একটি টি গোপন সংবাদের ভিত্তিতে সবুজ নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ পালিয়ে গেলেও জুয়া খেলা অবস্থায় তিন জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পরে উক্ত স্থান থেকে পুলিশ আসার সময় ছলিমপুর ইউপি চেয়ারম্যানের ভাই সাহাব উদ্দিনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ মহাসড়কে ব্যারিকেড দিয়ে অতর্কিতভাবে হামলায় চালিয়ে পুলিশের গাড়ি ভাংচুর করে। এ সময় তাদের হামলায় এসআই নাছির উদ্দিন, পুলিশ সদস্য হেদায়েত ও বাদন দে মারাত্মক আহত হয়। পরে থানা থেকে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তিন বছর পর খোকন হত্যার দুই আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ এপ্রিল ॥ ফুলছড়ি উপজেলার রসুলপুর চরে নিহত খোকন আকন্দের দুই হত্যাকারীকে তিন বছর পর পিবিআই সদস্যরা গ্রেফতার করেছে। নিহত খোকন খন্দকার গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে। শনিবার প্রকৃত আসামি সান্টু ও মোসলেম উদ্দিনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। এর আগে ফুলছড়ি থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এবং ডিবি কর্মকর্তা দু’দফা এ হত্যার সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে চার্জ শীট দিয়েছিলেন তাদের কেউই এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানা গেছে।
×