ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছোট কাগজ ॥ গল্পের জগত নিয়ে হাজির ‘গল্পপত্র’

প্রকাশিত: ০৭:০০, ২৭ এপ্রিল ২০১৮

ছোট কাগজ ॥ গল্পের জগত নিয়ে হাজির ‘গল্পপত্র’

দীর্ঘদিন ধরে গল্প ও গল্প ভাষ্যের কাগজ ‘গল্পপত্র’ মাসউদ আহমাদের সম্পাদনায় প্রকাশিত হয়ে আসছে। সম্প্রতি এ কাগজটির সপ্তম বর্ষের দশম সংখ্যা পাঠকের মজলিশে উপস্থিত হয়েছে। নানা কারণে আলোচ্য সংখ্যাটি বিশিষ্টতার দাবি রাখে। এ বিশিষ্টতা যেমন ছোটকাগজটিতে প্রকাশিত লেখার মানের জন্য, তেমনি রচনা বৈচিত্র্যতার জন্যও। এ সংখ্যায় বরেণ্য সাহিত্যিক রবিশংকর বল ও মঈনুল আহসান সাবেরকে নিয়ে ভিন্ন ভিন্ন ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। ক্রোড়পত্রে রবিশংকর বল-এর গল্প, গল্প আলোচনা, গল্পভাবনা, স্মৃতিকথন ছাড়াও তাঁর একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতকার প্রকাশিত হয়েছে। তাঁকে নিয়ে লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী, পিনাকী ঠাকুর ও সীমা বল। অন্যদিকে মঈনুল হাসান সাবেরের দীর্ঘ সাক্ষাতকার, গল্প ও গল্পালোচনা ক্রোড়পত্রে যথাযথভাবে স্থান পেয়েছে। তাঁর গল্প নিয়ে আলোকপাত করেছেন আহমাদ মোস্তফা কামাল। গল্পপত্র চলতি সংখ্যাটি সমৃদ্ধ করেছে অরুণাভ রাহারায়ের নেয়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাক্ষাতকারটি। ‘কেন লিখি’ বিভাগে সাহিত্য চর্চা সম্পর্কে অভিমত জানিয়েছেন হরিশংকর জলদাস, জাকির তালুকদার, শাহাদুজ্জামান ও জুলফিয়া ইসলাম। গল্প ভাবনা লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, অমর মিত্র, নাসিমা আনিস, মনি হায়দার, হাসান অরিন্দম, হামীম কামরুল হক ও মুম রহমান। গল্প লেখার গল্প লিখেছেন গল্পকার রাশেদ রহমান। আলোচ্য সংখ্যার গুরুত্বপূর্ণ সংযোজন পাঁচ তরুণের গল্প ও গল্পভাবনা। এ বিভাগে লিখেছেন ফজলুল কবিরী, পিয়াস মজিদ, সাব্বির জাদিদ, সোহেল নওরোজ ও মাসউদ আহমাদ। এছাড়াও গল্প লিখেছেন ইফতেখার মাহমুদ, মাহবুব ময়ূখ রিশাদ, জয়দীপ দে, মুহাম্মদ ফরিদ হাসান, গওহর গালিব, আরমানউজ্জামান, ইলিয়াস বাবর, ফয়সাল আহমেদ ও মোস্তাফিজুর রহমান। কিশোর গল্প লিখেছেন আশিক মুস্তাফা। সম্পূর্ণ সংখ্যা পাঠে এ কথা বলা যায় যে, অধিকাংশ লেখাই পাঠক পড়ে সমৃদ্ধ হবেন। গল্পপত্রে অভিনব কয়েকটি গল্পের স্বাদও আস্বাদন করতে পারবেন পাঠকরা। সব মিলিয়ে আলোচ্য সংখ্যাটির গল্প, গল্প ভাবনা, আলোচনা পাঠে পাঠক সমৃদ্ধ হবেন এবং বাংলা ভাষার চলমান গল্পের জগত সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন বলে আমি মনে করি। আলোচ্য সংখ্যায় কোন গল্পের বই কিংবা গল্পের কাগজ নিয়ে আলোচনা, অনুবাদ গল্প ও অনুগল্প প্রকাশিত হয়নি। এসব বিষয়ে লেখা থাকলে সংখ্যাটি আরও সমৃদ্ধ হতো। ‘গল্পপত্র’ চলতি সংখ্যার প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ২৫৬ পৃষ্ঠার মূল্য রাখা হয়েছে ১২১ টাকা। পাওয়া যাবে দেশের অভিজাত বইবিতানগুলোতে।
×