ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ট্যাঙ্ক লরি শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:২৫, ২৭ এপ্রিল ২০১৮

শাহজাদপুরে ট্যাঙ্ক লরি শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিল ॥ শাহজাদপুর বাঘাবাড়ীতে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকের সঙ্গে শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার ট্যাঙ্ক লরি শ্রমিকরা বাঘাবাড়ী ডিপোর সামনে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে অবরোধ শুরু করলে বাঘাবাড়ী দক্ষিণপাড় থেকে গঙ্গাপ্রসাদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ৩ ঘণ্টাব্যাপী এ যানজটে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। এসময় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বেলা দেড়টার সময় যান চলাচল শুরু হয়। এ বিষয়ে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, বর্তমানে সার ও তেলের সিজন হওয়ায় সকালে গাড়ি লোড দিতে বাঘাবাড়ী এলাকায় একটু জ্যামের সৃষ্টি হয়। এর জন্য দ্রুতগামী গাড়িগুলোর একটু অপেক্ষা করতে হয়। এ কারণে শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা আমাদের শ্রমিকদের গাড়ি আটকিয়ে দেয় এবং শ্রমিকদের মারপিট করে ।
×