ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদের পর বিডি জবস প্রধানকে ছেড়ে দেয়া হয়েছে

প্রকাশিত: ০৫:৫২, ২৬ এপ্রিল ২০১৮

জিজ্ঞাসাবাদের পর বিডি জবস প্রধানকে ছেড়ে দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুরকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান সন্ধ্যায় জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। সাইবার ক্রাইম ইউনিটের উপকিমশনার আব্দুল আলীম জনকণ্ঠকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিকেল চারটার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে ফাহিম মাসরুরকে। তবে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত চলবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বুধবার সকালে ফাহিম মাসরুরকে কাওরান বাজারের বিডিবিএল ভবনে নিজ কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় সিটিটিসি ইউনিট। গত রবিবার রাজধানীর কাফরুল থানায় দায়ের করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কাফরুল থানায় ওই মামলাটি দায়ের করেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গণশিক্ষা বিষয়ক সাবেক সম্পাদক মোঃ আল সাদিক। মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উস্কানিমূলক মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস এবং তথ্য আপলোড করে ফাহিম মাসরুর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিলেন। এছাড়া ফাহিম মাসরুর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করেন। ফাহিম মাসরুর বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি, দেশের চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডি জবস ডটকম ও ই-কমার্স মার্কেট পেস আজকের ডিলের প্রধান নির্বাহী। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সালের জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান, সার্ভিস ক্যাটাগরি) হিসেবেও পুরস্কার পেয়েছেন তিনি।
×