ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু সোমবার

প্রকাশিত: ০৫:৩২, ২৬ এপ্রিল ২০১৮

ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু সোমবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন সোমবার বিকেল ৪ টা থেকে শুরু হবে এবং তা চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত। যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে, যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে- সে সকল প্রার্থীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট ww(w.nu.edu.bd/admissions) থেকে পাওয়া যাবে। বারিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনার ওপর ৫ (পাঁচ) দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. সৈয়দ নূরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে বারির মহাপরিচালক বলেন, ফসলে বালাইনাশক ব্যবস্থাপনার ওপর উদ্ভাবিত আধুনিক পদ্ধতিসমূহ ব্যবহার করে কার্যকরভাবে, কম খরচে এবং পরিবেশবান্ধব উপায়ে পোকামাকড় নিয়ন্ত্রণ করা সম্ভব, যা দেশের নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার, পরিচালক (গবেষণা) ড. লুৎফর রহমান, পরিচালক (এনএটিপি-২, পিআইইউ-বিএআরসি) ড. মিয়া সাইদ হাসান।
×