ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনও চৌগাছার সাবিনার অপেক্ষায় স্বজনরা

প্রকাশিত: ০৫:৩০, ২৬ এপ্রিল ২০১৮

এখনও চৌগাছার সাবিনার অপেক্ষায় স্বজনরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দেশের বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনার ৫ বছর পার হলেও আজও খোঁজ মেলেনি চৌগাছার সাবিনা খাতুনের (১৮)। পরিবারের স্বজনরা আজও সন্তানের অপেক্ষায় দিন গোনেন। তারা বিশ্বাস করেন তাদের মেয়ে এখনও বেঁচে আছেন। সাবিনার গ্রামের বাড়ি চৌগাছার গুয়াতলী। সে ওই গ্রামের ময়নুদ্দীনের মেয়ে। সাবিনার মা সালেহা বেগম জানান, ২০০৯ সালে চট্টগ্রামের মেহেদী নগরের নাসিরউদ্দীনের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর পরই জাহিদুল ইসলাম সাবিনাকে ঢাকায় নিয়ে যায়। সাভার এলাকায় ঘরভাড়া করে তারা বসবাস শুরু করে। আশুলিয়া এলাকার একটি গার্মেন্টসে জাহিদুল ইসলাম চাকরি নেয়। এরপর চলে আসে রানা প্লাজায়। প্রায় তিন বছর সেখানে হেলপার পদে চাকরি করে। দুজনের স্বপ্ন ছিল পরিশ্রম করে তারা নির্ভরশীল হবে। কিন্তু ২৪ এপ্রিল ২০১৪ সালে আকস্মিক রানা প্লাজা ধসে পড়ে। চাঁপাইয়ে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে মঙ্গলবার রাতে ৪টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ একটি মিশুক আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অস্ত্রের একটি চালান সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ অভ্যন্তরে যাচ্ছে জানতে পেরে বিজিবির একটি দল তেলকুপি সীমান্তে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মিশুকটি ফেলে তার চালক পালিয়ে যায়। পরে মিশুকে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ১শ’ ৯৮ বোতল ফেনসিডিল মিশুকটি আটক করে বিজিবি।
×