ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএফএ অনুর্ধ-১৪ বালিকা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব শুরু

ঠাকুরগাঁও-বগুড়ার বড় জয়

প্রকাশিত: ০৭:০৩, ২৫ এপ্রিল ২০১৮

ঠাকুরগাঁও-বগুড়ার বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনে (জেএফএ) আর্থিক সহযোগিতায় মঙ্গলবার থেকে দেশের ছয় ভেন্যুতে ৩৫ দল নিয়ে শুরু হয়েছে ‘জেএফএ অনুর্ধ-১৪ বালিকা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে’র আঞ্চলিক পর্ব। উদ্বোধনী দিনে নীলফামারীতে কুড়িগ্রাম জেলা ৩-০ গোলে পঞ্চগড়কে (স্মরলিকার হ্যাটট্রিক), ঠাকুরগাঁও ১২-০ গোলে দিনাজপুরকে (কাকলী ৪ গোল, শারমিনের হ্যাটট্রিক), লক্ষ্মীপুরে ফেনী ১-০ গোলে নোয়াখালীকে, লক্ষ্মীপুর ১-০ গোলে হবিগঞ্জকে, রাজশাহীতে বগুড়া ১০-০ গোলে জয়পুরহাটকে (পারভীন ৪ ও মাহফুজা ৩ গোল), নওগাঁ ১-০ গোলে সিরাজগঞ্জকে, খুলনায় নড়াইল ৬-০ গোলে বরগুনাকে, পটুয়াখালী ২-০ গোলে চুয়াডাঙ্গাকে, গোপালগঞ্জে মাদারীপুর ১-০ গোলে ফরিদপুরকে এবং মাগুরা ৪-০ গোলে শরীয়তপুরকে হারায়। টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং তাদের সঙ্গে সেরা দুই রানার্সআপসহ মোট ৮টি দল আসবে ঢাকায়। তাদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে এই আসরের মূলপর্ব। আঞ্চলিকপর্বের ভেন্যু ফি দেয়া হবে ৩০ হাজার টাকা। আঞ্চলিক পর্বে অংশ নেয়া প্রত্যেকটি দল ১৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। আর মূলপর্বে অংশ নেয়া প্রত্যেকটি দল ২০ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। এছাড়া আঞ্চলিক পর্বে ৫ হাজার টাকা করে উইনিং মানি দেয়া হবে। চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে।
×