ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৬:১৪, ২৫ এপ্রিল ২০১৮

মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ এপ্রিল ॥ লোহাগড়া পাইলট স্কুলে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাদকবিরোধী র‌্যালি শেষে লোহাগড়া পাইলট স্কুলের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান মাসুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা সেবা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন এলাকায় সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ব্লাড ব্যাংক প্রকল্পের উদ্যোগে তিন শতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরিমাপ করা এবং জনগণকে স্বাস্থ্য সচেতনমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, প্রভাষক উমর ফারুক, আবু তালেব, এইচএম ফারুকুল ইসলাম, আবুল হোসেন, বিমল চন্দ্র কর্মকার পল্টু, রাজীব আহম্মেদ, আমির হোসেন, আকবর হোসেন, শাকিল ও নাজমুল প্রমুখ।
×