ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভণ্ড কবিরাজের কাণ্ড

ঝাড়ফুঁকের অজুহাতে গৃহবধূকে ধর্ষণ

প্রকাশিত: ০৬:১১, ২৫ এপ্রিল ২০১৮

ঝাড়ফুঁকের অজুহাতে গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ এপ্রিল ॥ মহাদেবপুর উপজেলায় আইজুল হক মুফতী (৫০) নামে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ঝাড়ফুঁকের অজুহাতে এক গৃহবধূকে (২৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, গত পাঁচ বছর ধরে ওই ব্যক্তি নিজেকে কবিরাজ হিসেবে প্রচার করে মহাদেবপুর উপজেলা সদরের লিচুবাগান এলাকার একটি বাড়িতে চিকিৎসা দিয়ে আসছিলেন। মূলত জিন-ভূত তাড়ানোর কথা বলে লোকজনকে ঝাড়ফুঁক দিতেন তিনি। তার গ্রামের বাড়ি উপজেলার এনায়েতপুর গ্রামে। সোমবার বিকেলে পতœীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের এক গৃহবধূ ওই কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসেন। জিন তাড়ানোর কথা বলে গোপনে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে বাড়ির ভিতরে ডেকে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবধূ তার স্বামীকে ঘটনাটি জানান। পরে বিষয়টি জানাজানি হলে, স্থানীয় উত্তেজিত লোকজন কবিরাজের বাড়ি ঘেরাও করে রাখেন। কিন্তু কবিরাজ কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারে ব্যালকনি থেকে পড়ে ভার্সিটি ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ এপ্রিল ॥ সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলের ব্যালকনি থেকে পড়ে সাইফুল্লাহ তালুকদার মহসিন (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত একটার দিকে সাভারের দত্তপাড়া এলাকায় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আবাসিক হলে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন রাতে ওই বেসরকারী বিশ^বিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র সাইফুল্লাহ আবাসিক হলের নিজের কক্ষের পেছনের বেলকনি দিয়ে অন্য কক্ষে যাওয়ার সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় অন্য শিক্ষার্থীরা উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
×