ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ৪২ লাখ টাকার জাল নোট উদ্ধার ॥ আটক ২

প্রকাশিত: ০৬:০৬, ২৫ এপ্রিল ২০১৮

ফতুল্লায় ৪২ লাখ টাকার জাল নোট উদ্ধার ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪২ লাখ টাকার জাল নোট ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারসহ জাল নোট তৈরির কারখানা জব্দ করেছে র‌্যাব। এ সময় মামুন ইসলাম ও কমলা বেগম নামে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় রাতুল মনির সড়কে অবস্থিত খান মঞ্জিলে র‌্যাব এ অভিযান চালায়। দুপুরে অভিযান শেষে ঘটনাস্থলে র‌্যাব এর এএসপি শহীদুল ইসলাম এ তথ্য জানায়। তিনি জানান, র‌্যাব সকাল সাড়ে আটটায় দক্ষিণ সস্তাপুর এলাকার ৬ তলা ভবন খান মঞ্জিলে অভিযান চালায়। এসময় ওই ফ্ল্যাটে জাল নোট তৈরির প্রক্রিয়া চলমান অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের ফ্ল্যাটে তল্লাশি করে ১০০০ ও ৫০০ টাকার জাল নোট, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, সিপিইউ, কালি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। রাজশাহীতে শিশু ধর্ষিত ॥ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ সোবহান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে সোবহানকে উপজেলার সুজন পালশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুরে ওই শিশুটি পুকুর পাড়ে খেলছিল। এ সময় সেখানে একা পেয়ে সোবহান শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে ব্যথায় কান্নাকাটি করলে তার মায়ের নজরে আসে। মঙ্গলবার সকালে ওই শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
×