ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মঙ্গল গ্রহে মৌমাছি!

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ এপ্রিল ২০১৮

মঙ্গল গ্রহে মৌমাছি!

মঙ্গল গ্রহে অভিযান আরও সহজ ও একই সঙ্গে আরও বেশি সফল করতে ‘মৌমাছি’ পাঠানোর কথা ভাবছে নাসা! তবে এই সব মৌমাছি জীবিত নয়। এরা সকলেই রোবট এবং ড্রোন। একটি রোভার থেকে এই ড্রোনগুলোকে ছেড়ে দেয়া হবে মঙ্গলের পর্যাবরণে। তার পরে তারা ছড়িয়ে পড়বে লাল গ্রহের কোনায় কোনায়। এদের নামকরণ করা হয়েছে ‘মার্সবি’। প্রতিটি মার্সবি তার ভেতরে থাকা অসংখ্য ছোট ছোট সেন্সর দিয়ে মঙ্গলের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। মূলত মঙ্গলের আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহই হবে এই অভিযানের উদ্দেশ্য। সারাদিন উড়ে বেড়িয়ে মার্সবির দল সত্যিকারের মৌমাছির মতোই তাদের ‘মৌচাক’ রোভারে ফিরে আসবে। সেখানেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের রিচার্জ সম্পন্ন হবে বলেও জানিয়েছে নাসা। উল্লেখ্য, মঙ্গলে মিথেনের মতো গ্যাসের অস্তিত্ব রয়েছে। আপাতত মিথেনের সন্ধানই হবে মার্সবিদের কাজ। মিথেনের পরিমাণ সঠিকভাবে জানা গেলেই বিজ্ঞানীরা মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে ভাবতে পারবেন, এমনটাই জানিয়েছে নাসা।- কিউরিওসিটিডটকম
×