ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও দীর্ঘ পরিসরের ম্যাচে মাশরাফি

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ এপ্রিল ২০১৮

আবারও দীর্ঘ পরিসরের ম্যাচে মাশরাফি

মোঃ মামুন রশীদ ॥ গত ৯ বছরে মাত্র ৬টি চারদিনের ম্যাচ খেলেছেন। তবে এই ৯ বছরে খেলেননি কোন টেস্ট ম্যাচ। অথচ সাদা পোশাকের এ মর্যাদার আন্তর্জাতিক ফরমেট থেকে অবসরও নেননি মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি তার টেস্টে ফেরা নিয়ে জোর গুঞ্জন শোনা গেছে। তা নিয়ে এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও কথা বলেছেন। মাশরাফির টেস্টে ফেরা- না ফেরা নিয়ে যতই আলোচনা হোক সেটার প্রক্রিয়া হিসেবে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট আসরে তাকে খেলতে দেখা যায়নি। গত বছর জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দুটি ম্যাচ খেললেও এ বছরের শুরুতে হওয়া বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ৫ রাউন্ডে মাঠে নামেননি ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি। তবে একেবারে শেষ রাউন্ডে নামছেন তিনি। আজ থেকে শুরু হওয়া বিসিএলের শেষ রাউন্ডে তিনি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তিনি মাঠে নামবেন বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে। সোমবারই সেজন্য খুলনায় পৌঁছেছেন মাশরাফি। তবে টেস্টে ফেরার চেয়ে নিজেকে ম্যাচ খেলার মতো প্রস্তুত রাখার জন্যই নামছেন বলে জানিয়েছেন ৫ অক্টোবর ৩৫ ছুঁতে চলা মাশরাফি। গুরুত্বহীন অপর চারদিনের ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল মুখোমুখি হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। বিসিএলের পঞ্চম রাউন্ডে উত্তরাঞ্চল চলতি আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়ে শিরোপার খুব কাছাকাছি চলে গেছে। আর কেউ চলমান আসরে জয় তুলে নিতে পারেনি। ৫ ম্যাচে ২ জয়, ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৬০। শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে পূর্বাঞ্চল (৪২ পয়েন্ট) ও মধ্যাঞ্চল (৪১ পয়েন্ট)। এ ম্যাচ ড্র করলেও শিরোপা জিতবে উত্তরাঞ্চল। তবে চ্যাম্পিয়ন হতে হলে ভালভাবে জিততে হবে দক্ষিণাঞ্চলকে। তাদের পয়েন্ট ৫ ম্যাচের সবগুলোই ড্র করে ৪৭। এমন একটি ম্যাচে উত্তরাঞ্চল আছে ইনজুরির ধাক্কায়। অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীমের খেলা হচ্ছে না এ রাউন্ডেও। সেদিক থেকে বাড়তি শক্তি নিয়েই নামতে পারছে দক্ষিণাঞ্চল। ফর্মে থাকা তুষার ইমরান, মোসাদ্দেক হোসেন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগ হচ্ছেন মাশরাফি। তাছাড়া এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসও থাকছেন। মাশরাফি আবার বাংলাদেশের টেস্ট দলে ফিরবেন এমন গুঞ্জন অনেক দিন ধরেই শুরু হয়েছে। টি২০ ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়ে ফেললেও টেস্ট থেকে এখন পর্যন্ত অবসর নেননি তিনি। এমনকি গত বছর তিনি ঘোষণাও দিয়েছেন বিসিবি চাইলে টেস্ট খেলতে প্রস্তুত তিনি। তবে বিসিবি সভাপতি সেই প্রেক্ষিতে বলেছিলেন, ‘আমরা তাকে টি২০ খেলতে চাইলে আবার স্বাগত জানাব। কিন্তু এই মুহূর্তে টেস্ট খেলার মতো মাশরাফিকে যথেষ্ট ফিট আমরা মনে করছি না।’ তার এমন বক্তব্যের পর মাশরাফি টেস্টে ফিরবেন সেই আশা প্রায় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু পরে মাশরাফির দীর্ঘদিনের চিকিৎসক ও হাঁটুর অস্ত্রোপচার করানো অস্ট্রেলিয়ান শল্যবিদ ডেভিড ইয়াং তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ঘোষণা দেন, ‘চাইলে এখন মাশরাফি টেস্ট খেলতে পারেন।’ তবে ফেরার জন্য যে আগাম প্রস্তুতি সেটা শুরু করেননি মাশরাফি। গত জানুয়ারিতে শুরু হয়েছিল বিসিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ দীর্ঘ পরিসরের প্রথম শ্রেণীর আসরে ৫ রাউন্ডে খেলেননি তিনি। কিন্তু একেবারে শেষ রাউন্ডে তিনি নামছেন দক্ষিণাঞ্চলের হয়ে। প্রায় ৭ মাস পর আবার তাকে চারদিনের ম্যাচে দেখা যাবে। গত বছর এনসিএলে সেপ্টেম্বর মাসে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি খুলনা বিভাগের হয়ে। সে দুটি ম্যাচ ছিল ৩ বছর পর কোন চারদিনের ক্রিকেটে নামা। ২০১৪ সালে দুটি, ২০১২ সালে একটি ও ২০১০ সালে একটি চারদিনের ম্যাচ খেলেছিলেন মাশরাফি। মূলত, ২০০৯ সব ফরমেটের অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েই বিপত্তি ঘটে। সেবার জুলাইয়ে ক্যারিবীয় সফরের শুরুতে প্রথম টেস্ট খেলতে নেমেই ভয়ানক ইনজুরিতে পড়ে ছিটকে যান। তারপর ফিরলেও তাকে টেস্ট খেলার অনুমতি দেননি চিকিৎসকরা। আপাতত ক্ষুদ্র পরিসরের ক্রিকেট চালিয়ে যেতে বলেছেন। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ফিটনেস না থাকাতেই এমন নির্দেশনা। সেই নির্দেশনা মেনেই টেস্ট থেকে দূরে আছেন তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটের টি২০ কিংবা ওয়ানডে যেকোন ফরমেটে দুর্দান্ত ফর্মে থাকা মাশরাফি এবারও নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছেন। সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে তিনি সর্বাধিক ৩৯ উইকেটশিকারী ছিলেন যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এক আসরের রেকর্ড গড়া নৈপুণ্য। আপাতত শুধু ওয়ানডে খেলা চালিয়ে যাওয়া মাশরাফি কি তবে টেস্টে ফেরার প্রক্রিয়া হিসেবেই বিসিএলের শেষ রাউন্ডে নামছেন? কারণ, জুলাইয়ের আগে ওয়েস্ট সফরে ওয়ানডে সিরিজের আগে আর কোন ওয়ানডে নেই। ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ততা নেই। জুনের শেষদিকে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরি। এ কারণেই নিজেকে ম্যাচ খেলার জন্য ফিট রাখাটাই মূল লক্ষ্য মাশরাফির, ‘নিজেকের প্রস্তুত রাখতেই খেলতে চাইছি। মনে হচ্ছে চারদিনের ম্যাচটি খেলতে সমস্যা হবে না। প্রমিয়ার লীগ শেষ হয়েছে বেশ কয়েক দিন হবে। সামনে খেলার তেমন সুযোগ নেই। তাই এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমি যেহেতু একটা ফরমেটেই খেলি, আমার জন্য তাই প্রস্তুত থাকাটা একটু কঠিন। তাই যখন যেভাবে পারি নিজেকে প্রস্তুত রাখতে চাই।’
×